Sudipta Chakraborty | Binodini Theatre: 'বিনোদিনী থিয়েটারে নাটক মঞ্চস্থ হোক, তাহলেই সার্থকতা', দাবি সুদীপ্তা চক্রবর্তীর...

Binodini Theatre: ২ বছর ধরে মঞ্চে বিনোদিনী চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী। সর্বস্তরে সমাদর পেয়েছে তাঁর অপূর্ব অভিনয়। নাটকের শেষে বরাবরই মঞ্চ থেকে বিনোদিনী থিয়েটারের জন্য সরব হয়েছেন সুদীপ্তা সহ বিনোদিনী অপেরার গোটা টিম। সোমবার স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হওয়ার পরেই উচ্ছ্বসিত সুদীপ্তা চক্রবর্তী জানালেন আরেক দাবি। 

Updated By: Dec 31, 2024, 02:07 PM IST
Sudipta Chakraborty | Binodini Theatre: 'বিনোদিনী থিয়েটারে নাটক মঞ্চস্থ হোক, তাহলেই সার্থকতা', দাবি সুদীপ্তা চক্রবর্তীর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছর থেকেই বদলে যাচ্ছে স্টার থিয়েটারের (Star Theatre) নাম! সোমবার সন্দেশখালির প্রশাসনিক সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'মা-বোনেদের সম্মান জানানোর জন্য আমাদের সিদ্ধান্ত'। স্টার থিয়েটারের নাম বদলে হতে চলেছে বিনোদিনী থিয়েটার (Binodini Theatre)। সোমবার রাতেই বদলে যায় থিয়েটারের নামফলক। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা জানতে পেরে উচ্ছ্বসিত সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।

আরও পড়ুন- Lagnajita Chakraborty | Kunal Ghosh: আমন্ত্রণ পেয়েও 'বাদ' লগ্নজিতা! 'মুখ্যমন্ত্রীকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন', সরব কুণাল...

২ বছর ধরে মঞ্চে বিনোদিনী চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী। সর্বস্তরে সমাদর পেয়েছে তাঁর অপূর্ব অভিনয়। নাটকের শেষে বরাবরই মঞ্চ থেকে বিনোদিনী থিয়েটারের জন্য সরব হয়েছেন সুদীপ্তা সহ বিনোদিনী অপেরার গোটা টিম। অবশেষে তাঁদের সেই ইচ্ছাই পূরণ হল সোমবার। এই পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। 

সুদীপ্তা লেখেন, "হঠাৎ পেলাম সুখবরটা। স্টার থিয়েটারের নাম বদলে হচ্ছে 'বিনোদিনী থিয়েটার'। আজ আমাদের বড় আনন্দের দিন। গত বছর ৮ ই মার্চ থেকে শুরু করে প্রতিটা 'বিনোদিনী অপেরা'র শোয়ে আমরা মিলিত কণ্ঠে দাবি জানিয়েছি -- 'আমরা চাই বি থিয়েটার। আমরা চাই বিনোদিনী থিয়েটার'। প্রায় দুবছর ধরে দাবি জানানোর পরে, ৩১/৩২ টা শো -এর শেষে একই দাবি নিয়ে গলা ফাটানোর পর, আজকের খবর আমাদের অনেকটা স্বস্তি দিলো। আমাদের মানে, পুরো 'বিনোদিনী অপেরা' টিম-এর, পরিচালক  অবন্তী চক্রবর্তীর এবং এই নাটক শেষে একই দাবি তোলা অসংখ্য দর্শকের। ব্যক্তিগতভাবে চাইব, খুব শিগগিরই সেখানে রোজ নাটক মঞ্চস্থ হওয়া শুরু হোক। নটী বিনোদিনী-র আত্মা (যদি থাকে) সেদিন সত্যিই শান্তি পাবে। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে, অনেক দেরিতে হলেও এই পদক্ষেপটা নেওয়ার জন্য"। 

আরও পড়ুন- Rukmini Maitra: '১৪০ বছর পর আজ স্বপ্নপূরণের দিন', মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পর্দার 'বিনোদিনী' রুক্মিনীর...

অভিনেত্রী সংবাদমাধ্যমে বলেন, "তিনি একজন অভিনেত্রী ছিলেন। আর আমিও অভিনেত্রী। কোথাও গিয়ে আমাদের লড়াইটা মিলে যায়। যে কারণে ৩১টা শোয়ের পরও আমি কান্নায় ভেঙে পড়ি।" তাহলে কী এবার বদলে যাবে নাটকের অন্তিম সিন? অভিনেত্রী বলেন, পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আগামী ৩ জানুয়ারীও একটা শো আছে। এ বার তো নাটকের শেষটা পাল্টে দিতেই হবে।" পাশাপাশি সুদীপ্তা চক্রবর্তীর দাবি, "এ কথাও আমাদের নাটক শেষে বলি, স্টার থিয়েটারে কিন্তু এখন সিনেমা দেখায়, নাটক আর হয় না। তাই আমার দাবি রইল, স্টার থিয়েটারে নাটক মঞ্চস্থ হওয়া আবার শুরু হোক। তবেই এই নামকরণ সার্বিক সার্থকতা পাবে।" 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.