Singer KK Dies: `কী করে যে কী হয়ে হয়ে গেল`, হতবাক Anupam Roy
নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ। কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী KK। শিল্পীর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)
নিজস্ব প্রতিবেদন: 'কী করে যে কী হয়ে হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না'। সঙ্গীতশিল্পী KK-র মৃত্যুতে হতবাক অনুপম রায়। খবর পেয়ে রাতে হাসপাতালে পৌঁছন তিনি। বললেন, 'কথা বলার মতো ভাষা নেই'।
কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন। সন্ধ্য়ে নজরুল মঞ্চে গান গাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী KK। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ! হাসপাতালে জনপ্রিয় এই গায়ককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়েই মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করেন অনুপম রায়। এরপর মন্ত্রীর সঙ্গে হাসপাতালে পৌঁছন তিনি নিজেও।
আরও পড়ুন: Singer KK Dies: 'বিশ্বাসই করতে পারছি না', বন্ধুর মৃত্যুতে বাকরুদ্ধ সঙ্গীত পরিচালক জিৎ
জি ২৪ ঘণ্টাকে অনুপম রায় বললেন, 'ভীষণ দুঃখজনক পরিস্থিতি। এত আচমকা! অবাক লাগছে যে মানুষটা স্টেজ দাপিয়ে বেড়াচ্ছেন! কলকাতার বুকে অত ভালো অনুষ্ঠান করেছেন! রাতে খবর পেয়ে অরূপদাকে (মন্ত্রী অরূপ বিশ্বাস) জানাই। কথা বলার মতো ভাষা নেই'।
আরও পড়ুন: Singer KK Dies: "বিরুদ্ধে কিছু বলতে চাইনি, আমিও ওঁর গানের ভক্ত", কেকে'র প্রয়াণে শোকস্তব্ধ রূপঙ্কর
সংগীত শিল্পীর জন্ম ২৩ অগাস্ট, ১৯৬৮। ছোটবেলা কাটে নয়াদিল্লিতে। বেসিক হিন্দি গানে জনপ্রিয় কেকে (KK)। ১৯৯৭ সালে 'হম দিল দে চুকে সনম' ছবিতে প্রথম প্লেব্যাক। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ড পান।