নিজস্ব প্রতিবেদন: আইনসম্মত স্বামী-স্ত্রী। রবিবার সকাল সকাল সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঝলমলিয়ে উঠল ইমন-নীলাঞ্জনের মালাবদলের ছবিতে। কমলা রংয়ের জরি পাড় শাড়িতে লাজুক মুখে ইমন। আর তারদিকে পরমপ্রেমে তাকিয়ে রয়েছেন তাঁর সুরকার স্বামী নীলাঞ্জন ঘোষ। ছুটির সকালে এমন খবরে ফ্যানেদের খুশি হওয়ারই কথা, খুশি হলেনও। সোশ্যাল মিডিয়া ভেসে গেল অভিনন্দনের জোয়ারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খুব বেশিদিনের সম্পর্ক নয়, তবে পরিচিতি অনেকদিনের। বিয়ের সিদ্ধান্তটা দুজনেই নিলেন চট করে। জি বাংলার রিয়েলিটি শো-র বিচারক ইমন। আংটি বদল থেকে রেজিস্ট্রি ম্যারেজ সবই সারলেন চূড়ান্ত ব্যস্ততার মাঝেই। 


আরও পড়ুন-জীবনের প্রথম নায়িকার সঙ্গে আড্ডায় Raj




আরও পড়ুন-টিকিট না পাওয়ায় 'ক্ষোভ', BJP-তে যাচ্ছেন Hiran?


তবে এখানেই শেষ নয়।২ ফেব্রুয়ারি বালিতে বেশ জাঁকজমক করেই বসছে বিয়ের আসর। তাতে নিমন্ত্রিত সঙ্গীত ও সিনেমা জগতের অনেকেই।সেখানেও বিয়ের আসরে সেলিব্রিটি কোশেন্ট মন্দ নয়। আর সেদিনের জন্য বিশেষভাবে সাজবেনও দম্পতি। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় পোশাক তৈরি করেছেন ইমন-নীলাঞ্জনের জন্য। এমন খুশির আবহে মেতেছে দুই পরিবারই। শুধু ইমন-ভক্তদের শঙ্কা, এরপর আর তত প্যাশনেটলি গাইতে পারবেন তো, ‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর’?