নিজস্ব প্রতিবেদন : করোনা আবহে এবার পুজোটা কেমন যেন ম্রিয়মান। মহালয়া হয়ে গিয়েছে সেই কবে, পুজো শুরু হতেও হাতে মাত্র কয়েকটা দিন বাকি। তবু না আছে ঢাকের বাদ্যি, না আছে পুজোর গন্ধ। এবার পুজোটা যেন বড়ই অন্যরকম। নিজের নতুন গানে সেই অন্যরকম দুর্গাপূজার কথাই বললেন গায়ক ইন্দ্রনীল সেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

''ঢাকের কাঠি পড়ল বলে, মা আসছেন বছর ঘুরে/ কাঁসর ঘণ্টা শুনবো আবার, শাঁখ বাজবে নতুন ভোরো'', পুজোর গানে এভাবেই আশার আলো শোনালেন গায়ক ইন্দ্রনীল সেন। যতই করোনা আবহ থাক, বাঙালি কখনও পুজোর আনন্দ করতে ভুলবে না। সেকথা মাথায় রেখেই, গানে ইন্দ্রনীল সেন বললেন, ''নতুন জামা, নতুন কাপড়, একটু হলেও পরতে হবে, ধূপ-ধুনুচি, অকালবোধ অন্যভাবে দেখতে হবে।'' পাশাপাশি, 'অন্যরকম দুর্গাপূজা' গানের মাধ্যমে এই পুজোয় মানুষদের সমস্তরকম সুরক্ষা বজায় রাখার অনুরোধ করেছেন ইন্দ্রনীল সেন।


আরও পড়ুন-গুলদস্তা ট্রেলার: 'ডলি বাগরি'র বেশে অনবদ্য স্বস্তিকা, নজর কাড়লেন দেবযানী, অর্পিতা



আরও পড়ুন-ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে মাস্ক বানিয়ে নেব, ওটাই স্টাইল : দেবলীনা কুমার


'অন্যরকম দুর্গাপূজা গানটির রচয়িতা ইন্দ্রনীল সেন এবং গৌতম নাগ; সুরকার  প্রবুদ্ধ ব্যানার্জি। গানটি শুনে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় পঞ্চমুখ শ্রোতারা। কেউ লিখেছেন, ''ভীষন সময়োপযোগী গান। দারুন লাগলো।সত‍্যি এবার একদম অন‍্যরকম দৃর্গাপূজা।'' কেউ আবার লিখেছেন অনবদ্য...।