নিজস্ব প্রতিবেদন : চিরঘুমে কফিবন্দি কেকে। প্রিয়তমের কফিনের উপর পুষ্পস্তবক রাখতে এসে আবারও ডুকরে কেঁদে উঠলেন জ্য়োতি কুনাথ। পুষ্পস্তবক রাখতে এসে কফিনের কাঁচ দিয়ে প্রয়াত সঙ্গীতশিল্পীর (KK) মুখের দিকে অপলক তাকিয়ে রইল ছেলে। বাবার কফিনে পুষ্পস্তবক রেখে ফিরে যাওয়ার পর কেকে-র ম্যানেজারকে জড়িয়ে ধরে কেঁদে উঠল মেয়েও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কলকাতায় শো করতে এসেছিল বাবা। সে তো বাবা বিদেশ বিভুঁইয়ে কত জায়গাতেই শো করতে যায়। ছোট থেকে এটা দেখেই অভ্যস্ত ওরা। আর জ্যোতি? টিনএজ সুইটহার্ট থেকে কেকে-র জীবনসঙ্গী। তাঁর সাফল্য, তাঁর নিয়ে ফ্যানদের উন্মাদনার প্রতি 'পল'-এর সাক্ষী ছিলেন তিনি। কলকাতায় শো করতে এসে থেমে গেল সেই মুহূর্ত। স্তব্ধ হল সুর। জনপ্রিয় বলিউড গায়কের অকালপ্রয়াণে (Singer KK Dies) শোকবিহ্বল আপামর সঙ্গীতপ্রেমীরা। শোকস্তব্ধ পরিবারও। 



বুধবার সকালের উড়ানে মুম্বই থেকে কলকাতায় পৌঁছন কেকে-র পরিজনরা। তারপর সেখান থেকে সোজা চলে যান এসএসকেএম-এ। সেখানেই প্রয়াত গায়কের মরদেহের ময়নাতদন্ত হয়। তারপর সেখান থেকে রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় প্রয়াত সঙ্গীতশিল্পীর মরদেহ (Singer KK Death)। রবীন্দ্রসদনেই গান স্যালুটে শেষ শ্রদ্ধা প্রয়াত গায়ককে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বাবুল সুপ্রিয়, মদন মিত্র প্রমুখ। 'ভাই' কেকে-র কফিনে পুষ্পস্তবক রেখে তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রীও।  


আরও পড়ুন, Singer KK Dies: কৈশোরের প্রেমকে বিয়ে করতে 'ভালোবাসার' গান ছেড়ে সেলসের চাকরি নেন 'বেকার' কেকে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)