Purabi Mukhopadhay: জন্মদিনে পূরবী মুখোপাধ্যায়কে সংবর্ধনা শঙ্খচিলের
৭৫ বছরের জন্মদিন তাঁরই সংস্থা শঙ্খচিলের তরফে গান, কবিতা, নাটকের মাধ্যমে পূরবী মুখোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়।
মৌমিতা চক্রবর্তী : তাঁর গানে বার বার উঠে এসেছে প্রতিবাদের ভাষা। রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা রবসন, সব ধরনের গানেই সমান সাবলীল তিনি। তবে তার পরেও বারবার গণসঙ্গীতের প্রসঙ্গ উঠলেই উঠে আসে পূরবী মুখোপাধ্যায়ের নাম। শুক্রবার ৭৫ বছরের জন্মদিন তাঁরই সংস্থা শঙ্খচিলের তরফে গান, কবিতা, নাটকের মাধ্যমে পূরবী মুখোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার তাঁর ৭৫ বছরের জন্মদিনের অনুষ্ঠানে পূরবী মুখোপাধ্যায় বলেন, ''আমার গান বরাবর প্রতিবাদের মাধ্যম হয়ে উঠেছে। আজকের দিনে দুজন মানুষের কথা ভীষণ মনে পড়ছে একজন আমার বাবা, যিনি গণনাট্য সংঘের একজন প্রতিষ্ঠাতা ছিলেন, আমার প্রথম শিক্ষাগুরু উনি। আর দ্বিতীয়জন হলে কবি অরুণাচল বসু, যিনি আমার গণসঙ্গীতের প্রেরণা ছিলেন। ৬ এর দশকে 'নতুন সংস্কৃতি' বলে একটি সংস্থা তৈরি করেছিলাম, যেখানে বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, মণীন্দ্র রায় সহ সমস্ত কবিরা নিজেরা নিজেদের কবিতা পাঠ করতেন। সেই কবিতাই আমরা গান হিসাবে গাইতাম। আজকাল যে ঘটনাগুলি আমরা মেনে নিতে পারিনা, গানের মাধ্যমেই সেগুলির প্রতিবাদ করতে ইচ্ছা করে।
আরও পড়ুন-টেকো প্রসেনের হাত ধরে দর্শকদের সামনে এলেন এক অন্য প্রসেনজিৎ
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গণসঙ্গীতের সঙ্গে রয়েছেন পূরবী মুখোপাধ্যায়। গণসঙ্গীতের অন্যতম নাম হেমঙ্গ বিশ্বাসের সঙ্গেও গান গেয়েছেন তিনি।