নিজস্ব প্রতিবেদন : ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করার সময় ইংরাজি মাধ্যমের দিকেই বেশি ঝোঁকেন আজকালকার বাবা-মায়েরা। দিন বদলের সঙ্গে ইংরাজি ভাষাটা যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে। মাতৃভাষার থেকেও এখন ইংরাজিই বেশি গুরুত্ব পায়। আর তাতেই ঘোর আপত্তি অভিনেতা অনুপম খেরের। তাঁর মতে ইংরাজি না জানলে লজ্জা পাওয়ার কিছুই নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়েই মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুপম খেরের কথায়, ''আমাদের পাঠ্যবইগুলি ব্রিটিশরা লিখেছিলেন। কোন ইংরাজি শব্দ কীভাবে বলা হবে চিন, জাপানের মত দেশগুলি এগুলিকে পাত্তাও দেয় না। আমার মনে হয় হিন্দি মাধ্যমের ছাত্রছাত্রীরা অনেক বেশি বুদ্ধিমান এবং তাঁরা অনেক কিছু করতে চায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দলটি ক্রিকেট ম্যাচ জিতেছিল তাঁদের দিকেই দেখুন, তাতে দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন লোক রয়েছে। এমনকি ধোনিও ছোট শহর থেকে এসেছেন। আমেরিকান এবং ব্রিটিশরা আমাদের এভাবেই হীন করেছে।''


আরও পড়ুন-Farmers' protest: Rihanna, Greta-র পর এবার সমর্থন অস্কার জয়ী Susan-র


নিজের স্কুল জীবনের প্রসঙ্গ টেনে এনে অনুপন খের বলেন, আমার পড়াশোনা DAV স্কুল থেকে। আমি তো পঞ্চম শ্রেণি থেকে ABCD পড়েছি। তবে আমি আমার জীবন থেকে শিক্ষা নিয়েছি। নির্দিষ্ট একটা ভাষা না বলতে পারার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই। এটা শুধু যোগাযোগের মাধ্যম। পাঁচতারা হোটেলগুলিতে গেলে আমরা লজ্জাই পাই, নিজেদের হীন ভাবি। সোশ্যাল মিডিয়া আমাদের হীন প্রতিপন্ন করে। আমাদের খাঁটি হতে হবে।''