নিজস্ব প্রতিবেদন: তিনি বাঁধা ছককে ভেঙেছেন, নিজের মত করে নিয়ম গড়েছেন, চ্যালেঞ্জ নিতে তিনি সবসময় প্রস্তুত। টলিউডের অন্য়তম জনপ্রিয় অভিনেতা সোহিনী সরকার (Sohini Sarkar)। টলিউডের কোলাহল পছন্দ না হলেই তিনি বেরিয়ে পড়েন। যে দিকে দু চোখ যায় সেই দিগন্তের খোঁজে পাড়ি দেন কখনও পাহাড় কখনও সমুদ্রে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:করণের নতুন ছবিতে রোম্যান্স করবেন ধর্মেন্দ্র, শাবানা, জয়া!


আগে মাঝে মধ্যেই সোলো ট্রিপে বেরিয়ে পড়তেন, মন ভাল রাখার দাওয়াই তাঁর বেড়ানো। এখন জীবনে প্রেম এসেছে। তাই সঙ্গীর সঙ্গে অযাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। সঙ্গী অভিনেতা রণজয়। বেশ ভালই আছেন দুজনে। লকডাউনে একসঙ্গে থেকেছেন দুজন, সময় কাটিয়েছেন অনেকটাই। করোনা আক্রান্তও হয়েছিলেন মাঝে। এখন সুস্থ আছেন। 



এবার তিনি পাহাড়ে, চুটিয়ে এনজয় করছেন নায়িকা। নদীর জলে পা ডুবিয়ে, চুল ভিজিয়ে যেন মিশে গিয়েছেন প্রকৃতির বুকে। উল্টোদিকে যিনি সোহিনীর কান্ড ক্য়ামেরাবন্দি করছিলেন তাঁকে মিষ্টি হেসে ভিডিয়োটি বন্ধ করতেও বললেন। হাসি দেখে নেটিজেনদের মতে রণজয়ের কাছেই আবদার রাখলেন সোহিনী। কাজের মাঝে এক ছুটির দিনগুলোই তো বেঁচে থাকার রশদ যোগায়। তাঁর পাইপলাইনে রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তর 'আগন্তুক' , কৌশিক গাঙ্গুলির 'কাবাডি কাবাডি'। অতিমারি মিটলে খুলবে প্রেক্ষাগৃহ, তারপরই এক একে মুক্তি পাবে এই সব ছবি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)