নিজস্ব প্রতিবেদন: জাহির ইকবাল, যিনি কিনা সলমনের নতুন আবিষ্কার। খুব শীঘ্রই বন্ধু পুত্র জাহিরকে বলিউড আলাপ করাচ্ছেন সল্লু। তার আগে সোমবার, ১০ ডিসেম্বর ছিল জাহির ইকবালের জন্মদিন। সেটা সেলিব্রেট করতও পৌঁছে যান বলিউডের ভাইজান। বান্দ্রাতে জাহিরের জন্মদিনের সেলিব্রেশনে হাজির ছিলেন সল্লুর ভগ্নিপতি আয়ুষ শর্মা, সরোজ পাঞ্চোলি, প্রানুতন বেহেল ( তনুজার বোন নূতনের নাতনি) ও সোনাক্ষী সিনহা। জাহির ইকবালের জন্মদিনের এই সেলিব্রেশন পার্টিতে লাল গাউনে মোহময়ী দেখাচ্ছিল দাবাং গার্ল সোনাক্ষীকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিলকুল না পসন্দ, তবুও অভিষেকের 'প্রাক্তন'-এর সঙ্গেই নাচতে হল ঐশ্বর্যকে!



প্রসঙ্গত, জাহিরের কথায়, ছেলেবেলায় সলমনের হাত ধরেই প্রথম সিনেমার শ্যুটিং সেটে গিয়েছিলেন তিনি। সে যাই হোক বলিউডে নবাগত জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনহার রসায়নটা কোনদিকে এগোয় এখন সেটাই দেখার...


আরও পড়ুন-কপিল শর্মা-গিনির চাতার্থের মেহেন্দি, দেখুন অনুষ্ঠানের ছবি...