জন্মদিনেও কাছে নেই, ছেলে রণবীরকে বিশেষ বার্তা অসুস্থ সোনালির
সোনালির ছেলে রণবীরের এবছরের জন্মদিনটা যেন সত্যিই `আনলাকি থার্টিন` হয়ে উঠেছে তার কাছে।
নিজস্ব প্রতিবেদন : আজ, ৮ অগস্ট ১৩ বছরে পা দিল অভিনেত্রী সোনালি বেন্দ্রের ছেলে রণবীর। সন্তানের জন্মদিনটা প্রত্যেক মায়ের কাছেই ভীষণ 'স্পেশাল' হয়। ঠিক তেমনটাই অভিনেত্রী সোনালি বেন্দ্রের কাছেও। জন্মের পর থেকেই প্রত্যেকটা জন্মদিনে ছেলের সঙ্গেই থেকেছেন সোনালি। তবে এবারটা আর তেমন হচ্ছে না। সোনালির ছেলে রণবীরের এবছরের জন্মদিনটা যেন সত্যিই 'আনলাকি থার্টিন' হয়ে উঠেছে তার কাছে। জীবনের এই বিশেষ দিনটা রণবীরের থেকে অনেক দূরে রয়েছে তার অসুস্থ মা।
আপাতত নিউ ইয়র্কে চিকিৎসা চলছে অভিনেত্রী সোনালি বেন্দ্রের। ‘মেটাস্ট্যাটিক ক্যান্সারে’ আক্রান্ত বলিউডের এই অভিনেত্রী। তবে তাঁর জীবনের এই কঠিন সময়ে তাঁকে একা ফেলে দেননি তাঁর পরিবার। কিছুদিন আগেই সোনালি জানিয়েছিলেন, ‘বর্তমানে আমি হাই গ্রেড মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত। চিকিত্সার জন্য বিভিন্ন রকম পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। এই কঠিন সময়ে আমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয়রা সবাই আমাকে ঘিরে রয়েছেন। তাঁরা ক্রমাগত আমায় মনের জোর দিচ্ছেন। আর সেই কারণেই পরিবার এবং আমার ঘনিষ্ঠদের কাছে আমি কৃতজ্ঞ।’
তবে পরিবার পাশে থাকলেও এই মুহূর্তে সোনালির ছেলে রণবীর মুম্বইতেই রয়েছে। কারণে তাঁর স্কুল ও পড়াশোনা রয়েছে। তাই সবসময় সে তার মায়ের কাছে থাকতে পারছে না। তবে তার জন্মদিনে সোশ্যাল সাইটে ছেলের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্ত শেয়ার করে, ছেলের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা দিয়েছেন সোনালি। তিনি লিখেছেন, ''রণবীর, আমার সূর্য, আমার চন্দ্র, আমার তারা, আমার আকাশ। হয়ত আমার এই কথাগুলি একটু বেশই নাটুকে শোনাচ্ছে। তবে তোমার ১৩ বছরের জন্মদিনে এটা তোমার প্রাপ্য। তুমি এক কৈশোরে রয়েছো।হয়ত এই সময় তোমার আমাকে ভীষণ দরকার। আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারব না যে আমি তোমাকে নিয়ে কতটা গর্বিত। তোমার মেজাজ, তোমার বুদ্ধি, তোমার হাসি, তোমার শক্তি, তোমৈার উদারতা, এমনকি তোমার দুষ্টুমি, সবকিছু নিয়েই আমা মা হিসাবে গর্বিত। শুভ জন্মদিন, আমার সেই ছোট্ট ছেলেটি আর ছোট নেই। এটাই তোমার প্রথম জন্মদিন, যেবার আমি তোমার সঙ্গে নেই। আমি তোমায় ভীষণ মিস করছি। তোমার জন্য অনেক ভালোবাসা, অনেক আদর রইল। ''
আরও পড়ুন- বিচ্ছেদ্দের পথে অক্ষয়ের 'স্ত্রী'?
কিছুদিন আগেই মাথা ন্যারা অবস্থায় সোনালির একটি ছবি ভাইরাল হয়েছিল। যেটা দেখা স্পষ্ট বোঝা যাচ্ছে যে চিকিৎসার জন্য কেমো নিতে হচ্ছে তাঁকে। আর সেকারণেই তাঁ এই অবস্থা। সোনালি সঙ্গে দেখা করতে যান হৃত্বিক রোশন, সুজান খানরা।, তবে চিকিৎসার শুরুতে মা সোনালির সঙ্গে নিউ ইয়র্কে গিয়েছিল তাঁর ছেলে রণবীরও।
আরও পড়ুন-ভক্তদের জন্য রণবীর কী করলেন জানেন?