``গোটা পেটে ছড়িয়েছিল ক্যান্সার, চিকিৎসকরা বলেছিলেন বাঁচার সম্ভবনা কম``
সাক্ষাৎকারে ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ খুলেছেন সোনালি।
নিজস্ব প্রতিবেদন: বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে সোনালি বেন্দ্রে অন্যতম। জনপ্রিয় এই অভিনেত্রীর ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরে হতাশ হয়েছিলেন তাঁর ভক্তরা। তবে মনের জোর আর ঠিকমতো চিকিৎসা তাঁকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে এনেছে। সম্প্রতি, হার্পার বাজার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ খুলেছেন সোনালি।
সোনালি জানিয়েছেন, ''আমার গোটা পেটে ক্যান্সার ছড়িয়ে গিয়েছিল। নিউ ইয়র্কের চিকিৎসকরা জানিয়েছিলেন, পুরোটা সারিয়ে তোলার সম্ভবনা মাত্র ৩০ শতাংশ। আমরা ভেঙে পড়েছিলাম। যখন আমি আমার লম্বা চুল কেটে ফেললাম, তখন আমার এক বন্ধু আমায় বলেছিল যে ওটা না কাটতে। হয়তবা এটা থেকেই আমার নতুন পটচুলা তৈরি হবে। তবুও আমি চেয়েছিলাম, আমার ওই পুরনো চুলগুলি কেটে ফেলাই হোক, ওগুলো যেন আর আমার নয়। আমার মনে হচ্ছিল আমি যেন আমার ওই লম্বা চুলের মধ্যে বড় বেশি লুকিয়ে রয়েছি। ''
আরও পড়ুন-পায়েল-দ্বৈপায়নের সংসারে নতুন এল অতিথি, মা হলেন এই জনপ্রিয় অভিনেত্রী
সম্প্রতি প্রিয় বন্ধু গায়েত্রী ওবেরয়, সুজান খানের সঙ্গে একটি টিভি শোয়েও হাজির হয়েছিলেন সোনালি। সেখানে তিনি তাঁর ক্যান্সার আক্রান্ত হওয়া ও চিকিৎসা নিয়ে মুখ খুলেছেন।
আরও পড়ুন-মহিষাদল রাজবাড়িতে 'বসু পরিবার' এর শ্যুটিং, প্রকাশ্যে ভিডিয়ো