নিজস্ব প্রতিবেদন : কঠিন অসুখের সঙ্গে আপসহীন লড়াই। অবশেষে মুম্বইতে ফিরলেন সোনালি বেন্দ্রে। স্বামী গোল্ডি বেহলের হাত ধরেই অভশেষে দেশে ফিরলেন বলিউডের এই অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : খান পদবি মুছে ফেলায় কটাক্ষের মুখে মালাইকা
দেখুন সেই ছবি...




চেহারায় পরিবর্তন হলেও, মুম্বইতে নামার পর সোনালির মুখে ছিল সেই চিরপরিচিত হাসির ছবি। সেই সঙ্গে ছিল তৃপ্তির ছাপ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মুম্বইতে ফেরার কথাও জানিয়েছেন সোনালি।


আরও পড়ুন : খাদান দখলে মাফিয়ারাজ, সেই সঙ্গে অবাধ যৌনতা, দেখুন 'ধানবাদ ব্লুস'-এর টিজার



সেখানে তিনি বলেন, ক্যান্সারের সঙ্গে লড়াই তাঁর এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে ক্রমশ তিনি সাধারণ জীবনে ফিরে আসতে চাইছেন।
সম্প্রতি নিউ ইয়র্কে গিয়ে সোনালির শরীরের খোঁজ খবর নেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ঋষি কাপুরের অসুস্থতার খবর শুনে, তাঁকে দেখতে রণবীর কাপুরদের নিউ ইয়র্কের ফ্ল্যাটে ছুটে যান সোনালি। নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাচেলরেট পার্টিতেও দেখা যায় সোনালি বেন্দ্রেকে। সেখানে ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুরের সঙ্গে দেখা যায় তাঁকে। যা দেখে খুশি হন সোনালির ভক্তরা। ওই সময়ই তিনি জানান, খুব শিগগিরই দেশে ফিরে সাধারণ জীবন শুরু করবেন তিনি।