Sonali Phogat : ক্লাস টেনের পরই বিয়ে, `সুন্দরীদের বাঁচার অধিকার নেই` কেন বলেছিলেন সোনালি!
জীবন যে বড়ই অনিশ্চিত, কিছু মৃত্যু যেন বারবার সেটা বুঝিয়ে দিয়ে যায়। মাত্র ৪১-এ বিগ বস প্রতিযোগী সোনালী ফোগাটের মৃত্যুও যেন জীবনের সেই অনিশ্চয়তার আরও একটি উদাহরণ হয়ে উঠল। সোনালি ফোগাটের মৃত্যুর পর তাঁর পুরনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় উঠে এসেছে। যেখানে স্বামী সঞ্জয় ফোগাটের মৃত্যুর পর তাঁর উপর হওয়া মানসিক অত্যাচার নিয়ে মুখ খুলেছিলেন সোনালি। যেসময় তাঁর মনে হয়েছিল, সুন্দরী, অল্পবয়সী মেয়েদের বাঁচার কোনও অধিকারই নেই। কিন্তু কেন এমন কথা মনে হয়েছিল সোনালি ফোগাটের?
Sonali Phogat, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবন যে বড়ই অনিশ্চিত, কিছু মৃত্যু যেন বারবার সেটা বুঝিয়ে দিয়ে যায়। মাত্র ৪১-এ বিগ বস প্রতিযোগী সোনালী ফোগাটের মৃত্যুও যেন জীবনের সেই অনিশ্চয়তার আরও একটি উদাহরণ হয়ে উঠল। সোনালি ফোগাটের মৃত্যুর পর তাঁর পুরনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় উঠে এসেছে। যেখানে স্বামী সঞ্জয় ফোগাটের মৃত্যুর পর তাঁর উপর হওয়া মানসিক অত্যাচার নিয়ে মুখ খুলেছিলেন সোনালি। যেসময় তাঁর মনে হয়েছিল, সুন্দরী, অল্পবয়সী মেয়েদের বাঁচার কোনও অধিকারই নেই। কিন্তু কেন এমন কথা মনে হয়েছিল সোনালি ফোগাটের?
কৃষক পরিবারের মেয়ে সোনালি ফোগাটের শৈশব কেটেছিল অত্যন্ত সাধারণভাবেই। পুরনো এক সাক্ষাৎকারে সোনালি জানিয়েছিলেন, 'আমার উঠে আসা সাধারণ কৃষক পরিবার থেকে। দশম শ্রেণি পর্যন্ত সরকারি স্কুলেই আমার পড়াশোনা। আর তারপরই আমায় বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার মনে হয়েছিল, আমার কিছু করা উচিত, গোটা বিশ্বকে দেখানো উচিত মহিলারা দুর্বল নন, তাঁরাও পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন। হরিয়ানাতে শুধুমাত্র পুরুষদেরই বাড়ির বাইরে বের হওয়ার অধিকার ছিল, আমার পরিবারও তার থেকে আলাদা ছিল না। বিয়ের পর শ্বশুরবাড়িতে আমায় পড়াশোনা করতে দেওয়া হলেও কাজ করার অনুমতি দেওয়া হয়নি। যদিও এক্ষেত্রেও আমি আমার স্বামীকে রাজি করিয়েছিলাম। যদিও তারপরেও আমার লড়াই জারি ছিল, কারণ, অভিনয়কে বেছে নিয়েছিলাম, আর সেখানে আমাকে সাহায্যের জন্য কেউ ছিল না। পরে আমি রাজনীতিতে যোগ দি, সেক্ষেত্রেও আমার স্বামী পাশে ছিল।'
সোনালি ফোগাট জানান, 'স্বামীর মৃত্যুর পর বাস্তবটা সামনে এল। যদি কোনও মহিলা সুন্দরী হয়, তাহলে তাঁর বাঁচার কোনও অধিকার নেই। আমাকে রীতিমত মানসিক নির্যাতন করা হয়। স্বামীর মৃত্য়ুর পর আমাকে বাড়িতে বন্দি করে সমস্ত রকম সুযোগ নেওয়ারই চেষ্টা হয়েছিল।অনেক লড়াই করেছি। যদিও সেগুলো আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।'
সোনালির তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ২০১৬ সালে 'এক মা যো লাখো কে লিয়ে বনি আম্মা' ধারাবাহিকের হাত ধরে। পরবর্তীকালে একাধিক হরিয়ানভি এবং পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন সোনালি। ২০১৯ সালে ওয়েবসিরিজ ‘দ্য স্টোরি অফ বদমাসগড়’-এ অভিনয় করেছিলেন তিনি। টিকটক ভিডিয়োর মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর ফলোয়ারের সংখ্যা প্রচুর। প্রসঙ্গত, সোনালির স্বামী সঞ্জয় ফোগাটের রহস্যজনক মৃত্যু হয়। পরিবারের ফার্ম হাউসের সামনে তাঁর দেহ উদ্ধার হয়েছিল।