নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন কাপুর পরিবারের সময়টা ভালো যাচ্ছে না। শ্রীদেবীর আকিষ্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন গোটা পরিবার। শুধু বনি কাপুর ও শ্রীদেবীর দুই মেয়েই নয়, 'শ্রী'র হঠাৎ  চলে যাওয়া আঘাত করেছে অনিল কাপুর, সোনম কাপুরদেরও। সমস্ত কাজ ফেলে ছুটে এসেছেন সোনম। পাশে দাঁড়িয়েছেন জাহ্নবী ও খুশির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে বুধবার যখন শ্রীদেবীর দেহ শেষকৃত্যের জন্য ভিলে পার্লে শশ্মানে নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময় রাস্তায় হঠাৎই মেজাজ হারান সোনম কাপুর। সেদিন যখন সোনম ভিড় ঠেলে শববাহী গাড়ির দিকে এগোচ্ছিলেন তখন সাধারণ মানুষ, সংবাদমাধ্যমের ভিড়ে আটকে পড়েন তিনি। সকলের ধাক্কা ধাক্কিতে গাড়ির দিকে এগিয়ে যাওয়া তাঁর পক্ষে মুশকিল হয়ে পড়েছিল সোনমের পক্ষে। আর তখনই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী। তাঁর মুখ দিয়ে বেরিয়ে আসে কিছু অশালীন শব্দ।


দেখুন ঠিক কী ঘটেছিল...



আরও পড়ুন- শুধু অভিনয়ই নয়, এই প্রতিভাও ছিল শ্রীদেবীর