ওয়েব ডেস্ক: অভিনয়ে সাড়া না ফেললেও অন্য নায়িকাদের পিছনে ফেলে আরও এক ধাপ এগিয়ে গেলেন সোনম কাপুর। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি লঞ্চ করলেন নিজের ডিজিটাল স্টিকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন নিয়ম মেনে ফ্যাশন করেন না। তবে তিনি যা করেন সেটাই হয়ে দাঁড়ায় লেটেস্ট ফ্যাশন নিউ জেনারেশনের কাছে। বাবা অনিল কাপুরের মতো শক্তপক্ত খুঁটির জোরে কেরিয়ার শুরু করলেও অভিনয়ে গোল্লা সবসময়। ২০১৬ তাঁর জীবনে টার্নিং পয়েন্ট। তাই নতুন বছরে ফিল্ম ফেয়ারে ক্রিটিক চয়েসে নীরজার জন্য সোনম পেয়েছেন সেরা অভিনেত্রীর খেতাব। ব্যাস আর পিছন তাকাতে হচ্ছে না।



সঞ্জয় দত্তর বায়োপিক আরেকদিকে হোম প্রোডাকশন বীর দি ওয়েডিং। দুটি ছবির কাজ চলছে। দিন দিন বাড়ছে ফ্যান ফলোয়িং। তাই এবার ফ্যানদের জন্য সোনমের উপহার সোনম অ্যাপ সোমোজি। নিজের বিভিন্ন ছবির চরিত্রের ওপর তৈরি ডিজিটাল স্টিকার লঞ্চ করলেন সোনম। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যাঁর নিজস্ব এমন ডিজিটাল অ্যাপ লঞ্চ হল। সত্যিই সোনমের কাছে গর্বের ব্যাপার।