বাবার জন্মদিনে কী করলেন সোনম কাপুর? দেখুন
৬১ বছর বয়সেও অনিল কাপুরের ভক্তর সংখ্যা দেখলে, বাকি অভিনেতাদের খানিকটা হিংসাই হবে।
নিজস্ব প্রতিবেদন: রবিবার ৬১ বছরে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। কিংবদন্তি এই বলিউড অভিনেতা শুধু অভিনয়ই করেননি, পাশাপাশি ছবি প্রযোজনাও করেছেন। ৬১ বছর বয়সেও অনিল কাপুরের ভক্তর সংখ্যা দেখলে, বাকি অভিনেতাদের খানিকটা হিংসাই হবে। অভিনেতার জনপ্রিয়তা এতটাই।
আরও পড়ুন : ‘সাহো’ ছবিতে শ্রদ্ধা কাপুরের চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ? জানালেন প্রভাস
বাবা অনিল কাপুরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন মেয়ে সোনম কাপুর। বাবার সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত ধরে রাখা রয়েছে সেই ছবিগুলোতে। দেখুন অভিনেতা কন্যা সোনম কী পোস্ট করলেন বাবার জন্মদিনে।
আরও পড়ুন : মুক্তি পেয়েই বক্স অফিসে ‘গোলমাল এগেইন’-কে টপকে গেল ‘টাইগার জিন্দা হ্যায়’