`বুদ্ধিশুদ্ধি থাকলে মানুষ এধরনের কথা বলতে পারে না`, ভগবতকে আক্রমণ সোনমের
RSS প্রধানের মন্তব্যের কড়া সমালোচনা করলেন অভিনেত্রী সোনম কাপুর।
নিজস্ব প্রতিবেদন : ''শিক্ষা ঔদ্ধত্ব বাড়িয়ে দেয়, তাই শিক্ষিত পরিবারেই বিবাহ-বিচ্ছেদের পরিমান সবেথেকে বেশি।'' সম্প্রতি RSS-প্রধান মোহন ভগবতের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। আর এবার RSS প্রধানের মন্তব্যের কড়া সমালোচনা করলেন অভিনেত্রী সোনম কাপুর।
মোহন ভগবত-এর মন্তব্য প্রসঙ্গে সোনম বলেন, ''কোনও প্রকৃতস্থ মানুষ এধরনের মন্তব্য করতে পারে না। অত্যন্ত পশ্চাদমুখী, বোকার মতো চিন্তাভাবনা ''
আরও পড়ুন-এ আর রহমান কন্যাকে বোরখা নিয়ে খোঁচা তসলিমার, মিলল ধারাল জবাব
প্রসঙ্গত, গত রবিবার আহমেদাবাদে RSS-এর কর্মিসভায় এই মন্তব্য করেন মোহন ভগবত। তাঁর কথায়, ''বিবাহ-বিচ্ছেদ শিক্ষিত ধনী পরিবারেই বেশি হয়ে থাকে। কারণ, শিক্ষা ও ধন ঔদ্ধত্ব নিয়ে আসে, যা পরিবারকে ভেঙে দেয়। আর যেকারণেই বর্তমান সময়ে ক্রমাগত বিবাহ-বিচ্ছেদের পরিমান বাড়ছে।'' RSS-প্রধান আরও বলেন, ''ভারতে হিন্দু সমাজ ছাড়া আর কোনও বিকল্প নেই। তাই হিন্দু সমাজকে একটি যৌথ পরিবারের মত আচরণ করতে হবে।''
মোহন ভগবতের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।
মোহন ভগবতের এই মন্তব্যের প্রেক্ষিতেই আরও অনেকের মতোই মুখ খোলেন সোনম কাপুর। তবে অবশ্য এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মতামত পোষণ করতে দেখা গিয়েছে সোনমকে।
আরো পড়ুন-'ওভার অ্যাক্টিংয়ের দোকান', র্যাম্পে হেঁটে ট্রোল হলেন সারা আলি খান