নিজস্ব প্রতিবেদন : লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে মুম্বই পুলিসের পাশে দাঁড়ালেন সোনু সুদ। পুলিস কর্মীদের সুরক্ষার কথা ভেবে তাঁদের হাতে ২৫ হাজার ফেস শিল্ড তুলে দিলেন সোনু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটে সোনু সুদের এই সাহায্যের কথা প্রকাশ্যে আসে। সোনুর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন অনিল দেশমুখ। লেখেন, ''পুলিস কর্মীদের জন্য ২৫হাজার ফেস শিল্ড মাস্ক দিয়েছেন। এজন্য সোনু সুদ জীকে আমি ধন্যবাদ জানাচ্ছি।''


আরও পড়ুন-''অভিনেত্রীদের রাত কাটানোর প্রস্তাব দিয়েছেন, এমন লোকও সুশান্তের জন্য শোক দেখাচ্ছেন''



অনিল দেশমুখের টুইটের উত্তরে সোনু সুদ লেখেন, ''স্যার, আপনার এই সহৃদয় কথার জন্য সম্মানিত বোধ করছি। আমাদের পুলিস ভাইবোনেরই আসল নায়ক। তাঁরা যে কাজ করছেন, সেটার জন্য তাঁদের প্রশংসা প্রাপ্য। যদি আমি তাঁদের জন্য সামান্য কিছু করতে পারি। জয় হিন্দ।''



করোনার বিরুদ্ধে লড়াইয়ে অক্ষয় কুমার, সলমন খানরাও মুম্বই পুলিসের পাশে দাঁড়িয়েছেন বলে জানা যাচ্ছে। কিছুদিন আগেই মুম্বই পুলিসকর্মীদের জন্য বিশেষ ধরনের ১০০০ রিস্ট ব্যান্ড দিয়েছিলেন অক্ষয়। যার মাধ্যমে COVID-১৯ আক্রান্ত কোনও ব্যক্তির কাছাকাছি ঘেঁষলেই সেটি এই ভাইটাল ৩.০ এই রিস্ট ব্যান্ডের স্ক্রিনে ধরা পড়বে। সলমন মুম্বই পুলিসকর্মীদের জন্য ১ লক্ষ স্যানিটাইজারের বোতল দিয়েছেন বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন-বোর্ডের পরীক্ষায় কত শতাংশ নম্বর পেয়েছিলেন, নিজেই জানালেন মাধবন