নিজস্ব প্রতিবেদন : পর্দার খলনায়ক সোনু সুদ (Sonu Sood) গত লকডাউন থেকেই হয়ে উঠেছেন বাস্তবের নায়ক। করোনা মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাঁদের কাছে হয়ে উঠেছেন 'মসিহা'। বৃহস্পতিবার হঠাৎ সোনু হয়ে উঠলেন ডিম-পাউরুটি ব্যবসায়ী। সাইকেল চালিয়ে ব্যাগ ভর্তি করে ডিম, পাউরুটি, চিপস, বিস্কুট সহ নানান কিছু নিয়ে বিক্রি করতে বের হলেন সোনু (Sonu Sood) । বৃহস্পতিবার ভাইরাল হয়ে অভিনেতার এই ভিডিয়ো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু হঠাৎ কী হল অভিনেতার?


তাহলে একটু খোলসা করেই বলা যাক...। আসলে সোনুর এই পদক্ষেপের পিছনেও নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে জিনিস কিনতে মানুষকে উৎসাহ দিতেই এমন ভিডিয়ো বানিয়েছেন সোনু (Sonu Sood) । ভিডিয়োতে সোনুর বার্তা, ''সুপার মার্কেট বন্ধ? আমার কাছে সুপার মার্কেট রয়েছে।'' এরপর একে একে ডিম, পাউরুটি, পাও, চিপস সহ বিভিন্ন জিনিস বের করে তার দাম বলতে লাগলেন অভিনেতা। জানালেন, বাড়ি বাড়ি এগুলি পৌঁছে দেওয়া হবে, তবে ডেলিভারির চার্জ লাগবে। ভিডিয়োর ক্যাপশানে মজা করে সোনু লিখেছেন, ''বাড়ি বাড়ি বিনামূল্যে এগুলি পৌঁছে দেওয়া হবে। ১০টা ডিমে পাউরুটি ফ্রি।''  


আরও পড়ুন-অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার, ক্ষুব্ধ Shabana Azmi



করোনা কালে এই কঠিন পরিস্থিতিতে বেকারত্ব মিটিয়ে যুবকদের ছোট ব্যবসায় উৎসাহ দিতেই এমন পদক্ষেপ নিয়েছেন সোনু সুদ (Sonu Sood)। সোনুর এই পোস্টের নিচে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)