নিজস্ব প্রতিবেদন : লকডাউনের পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছিলেন সোনু সুদ। এবার ঝাঁসি পুলিসের সঙ্গে মিলিতভাবে করোনা নিয়ে সতর্কতা প্রচারে এগিয়ে এলেন সোনু সুদ। করোনা মোকাবিলায় কী কী করবেন, আর কী করবেন না এনিয়ে ঝাঁসি পুলিসের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে, যাঁর মুখ হয়েছেন সোনু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ভিডিয়োতে সোনু সুদ বলেছেন, ''সব থেকে বড় করোনা যোদ্ধা কারা? চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, পুলিস নাকি সাফাই কর্মী? আমি মনে করি, যেসমস্ত মানুষ তাঁদের পরিবারের উপর যত্নবান, তাঁরাই অন্যতম করোনা যোদ্ধা। কোনও মানুষ বাড়িতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, কেউ আবার বাড়ির বাইরে বের হয়ে। আমি বলছি ঝাঁসি পুলিসের তরফে যে বার্তা দেওয়া হচ্ছে, সেগুলি শুনুন। সেগুলি মেনে চললে আপনিও আপনার পরিবারকে করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবেন।''


আরও পড়ুন-২টি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে, করোনায় মৃত্যু বলিউডের প্রযোজক অনিল সুরির


ভিডিয়োটি শেয়ার করে ঝাঁসি পুলিসের তরফে লেখা হয়েছে, ''সোনু সুদ যেমন পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তিত, তেমনই পরিবারের সদস্যরা কীভাবে করোনার সঙ্গে মোকাবিলা করবেন, তা নিয়েও উদ্বিগ্ন। এখানে তিনি কিছু আবেদন করেছেন যেগুলি ভিডিয়োতে তুলে ধরেছেন একজন মহিলা কনস্টেবল''।



ঝাঁসি পুলিসের শেয়ার করা এই ভিডিয়োটির নিচে কমেন্টও করেছেন সোনু। লিখেছেন, ''খুব ভালো কাজ হচ্ছে, আপনাদের জন্য গর্বিত। এভাবেই কাজ চালিয়ে যান জয় হিন্দ।''


আরও পড়ুন-শ্রীলেখা মিত্র ও পরিচালক সৌকর্য ঘোষালের মধ্যে বিরোধ কি মিটলো?