নিজস্ব প্রতিবেদন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লার্টফর্মে উঠে আসছে ষড়যন্ত্রের তত্ত্ব। আর তাতে উঠে আসছে একাধিক ব্যক্তিত্বের নাম। যাঁর মধ্যে, সম্প্রতি উঠে এসেছে সলমন ঘনিষ্ঠ অভিনেতা সূরজ পাঞ্চোলির নাম। আর এই ঘটনায় ছেলের নাম উঠে আসা নিয়ে মুখ খুললেন সূরজের বাবা-মা আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

E-times-কে দেওয়া এক সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন সূরজের মা জারিনা ওয়াহাব। তিনি বলেন, ''লোকজন অকারণেই সূরজের নাম টেনে আনছেন। দোষারোপ করার জন্য লোকজন অসহায় মানুষদেরকে খুঁজে বের করেন। সুশান্তের মৃত্যুর ঘটনায় সূরজের কোনও দোষই নেই। লোকজন শুধুই গল্প রান্না করছেন। সূরজ ও সুশান্ত শুধুই বন্ধুই ছিল না, তাঁরা একে অপরকে খুব ভালো করে জানতো। যখনই তাঁদের দেখা হত, ওরা কথা বলত। ওরা একপ্রকার দুই ভাই ছিল। একজন অসহায় ছেলের বিরুদ্ধে পরিস্থিতির সুযোগ নেওয়া ঠিক নয়। মানুষ কাউকে ভয় পায় না। আমার মনে হয়, এইসব করার জন্য মানুষের হাতে অনেক সময়। কম্পিউটারের সামনে বসে যা খুশি লেখা সহজ। এই কথাগুলি যে ব্যক্তিকে নিয়ে করা হচ্ছে, তার উপর কতটা প্রভাব পড়ে, সেটা ভাবার প্রয়োজন নেই। সূরজ ইতিমধ্যই অনেককিছু পার করে এসেছে। মাত্র কয়েকমাসের পরিচিতিতে কীভাবে কেউ কাউকে খুন করতে পারে?''


আরও পড়ুন-''সুশান্ত জীবিত থাকাকালীন প্রকাশ্যে অপমান করেছেন'', KRK-কে বয়কটের ডাক মিলাপ, মনোজদের



আরও পড়ুন-শকুন্তলা দেবী মুক্তির তারিখ নিজেই জানালেন বিদ্যা বালান


এবিষয়ে সূরজ পাঞ্চোলির বাবা আদিত্য পাঞ্চোলি E-Times-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''কিছু লোকজন সোশ্যাল মিডিয়াতে এই সব কাণ্ডকারখানা করে বেড়াচ্ছেন। আমি গতকালই এই বিষয়টা পড়ি। পুণিত ভ্যাসিস্ট বলে একজন ফেসবুকে পাগলের মতো কিছু কথা লিখেছেন। তিনি লিখেছেন, দিশা স্যালিয়ান নাকি সূরজের সন্তানের মা হলে চলেছিলেন, আর ও সেকারণেই আত্মহত্যা করেন। আর সুশান্ত এটা নিয়ে কিছু করতে চাইছিল, তাই ওকেও খুন করা হয়েছে। এগুলো কী ধরনের পাগলের প্রলাপ। সূরজ ইতিমধ্যেই জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। একসময় জিয়া খানের মৃত্যুর জন্য সূরজকে দোষ দেওয়া হয়েছিল। আর এখন এই সব চলছে। কিছু লোকজন আবার জিজ্ঞাসা করছেন, যে মানুষ কেন হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন? শক্ত মনের লোকও তার নাম এভাবে টেনে আনলে ভেঙে পড়বে। একেই ওর (সূরজ) কেরিয়ারের অনেকটা সময় নষ্ট হয়েছে। ও খুবই সাধারণ ও ভদ্র ছেলে।''



আরও পড়ুন-'অনেক কাজ করে ফেলেছি, ক্লান্ত লাগছে', একথা শুনে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান


একটি প্রতিবেদনে লেখা হয়েছে, সুশান্ত ও সূরজের নাকি একটি পার্টিতে ঝগড়া হয়েছিল, সলমন সূরজকে সেখান থেকে উদ্ধার করেন, আর সুশান্তকে নিয়ে কৌতুক করেন। এই সব ঘটনারও কোনও ভিত্তি নেই বলে দাবি করেন আদিত্য পাঞ্চোলি। আদিত্যর কথায়, ''এসব শুনে সূরজ যদি অবসাদগ্রস্ত হয়ে কিছু ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে ফেলে তাহলে কী হবে? লোকজনের কাছে অনুরোধ দয়া করে যাঁরা শান্তিতে আছে, তাঁদের সেভাবে থাকতে দিন।''