নিজস্ব প্রতিবেদন : মালাইকা অরোরার অ্যাপার্টমেন্টে করোনা রোগী পাওয়া গিয়েছে। আর সেকারণেই মুম্বইয়ে পশ্চিম খার এলাকার 'তাসকানি' অ্যাপার্টমেন্ট সিল করেছে BMC। সম্প্রতি এমনই খবর প্রকাশ্যে এসেছে। তবে এখন জানা যাচ্ছে, ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা মালাইকার বোন অমৃতার শ্বশুর-শাশুড়ি দুইজনেই করোনা আক্রান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'পিপিং মুন'-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, 'তাসকানি' অ্যাপার্টমেন্টের ষষ্ঠ তলায় থাকেন অমৃতা অরোরা শ্বশুর-শাশুড়ি। তাঁরা দুজনেই করোনা আক্রান্ত বলে জানা যাচ্ছে। এর সত্যতা স্বীকার করে অমৃতা অরোরা জানিয়েছেন, ''হ্যাঁ, ওনারা করোনা আক্রান্ত হয়েছিলেন, তবে তাঁরা এখন অনেকটাই ভালো আছেন, তাই তাঁদের হোম কেয়ারেন্টাইনেই রাখা হয়েছে। তবে এখন বাড়ি পরিচারিকারাও আক্রান্ত, তাই তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।'' প্রসঙ্গত, অমৃতার শ্বশুর-শাশুড়ি 'তাসকানি' অ্যাপার্টমেন্টে থাকলেও অমৃতা তাঁর দুই সন্তান আজান, রায়ান ও স্বামী শাকিল লাদাককে নিয়ে  মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকাতে থাকেন।


আরও পড়ুন-করোনার থাবা, সিল করে দেওয়া হল মালাইকা অরোরার অ্যাপার্টমেন্ট




এখানেই শেষ নয়, 'তাসকানি' অ্যাপার্টমেন্টের আরও এক বাসিন্দা টিভি তারকা সোফি চৌধুরী। তাঁর বাড়ির এক পরিচারিকাও করোনা আক্রান্ত বলে জানা যাচ্ছে। সোফি চৌধুরীর শ্বশুরমশাই অসুস্থ, তাই তাঁর দেখাশোনা করেন একডন নার্স। তাঁর মাধ্যমেই ওই অ্যাপার্টমেন্টে করোনা ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে। যাতে আক্রান্ত সোফি চৌধুরীর বাড়ির পরিচারিকা।


আরও পড়ুন-প্রকাশ্যে মিমি চক্রবর্তীর গাওয়া প্রথম রবীন্দ্রসঙ্গীত 'আমার পরাণ যাহা চায়'



ইতিমধ্যেই বিল্ডিংটি স্যানিটাইজ করার জন্য স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সোফি।


আরও পড়ুন-ফ্রিজ থেকে বের করে চুপিচুপি চকোলেটে মজলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী