নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করে অক্সিজেনের মাত্রা বাড়াতে রাতেই বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে তাঁকে। গত ৪৮ ঘণ্টায় সৌমিত্র-র স্নায়বিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি অধিকাংশ সময়েই অচেতন থাকছেন। তন্দ্রাচ্ছন্ন ভাব কাটেনি বর্ষীয়ান অভিনেতার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পুজোর সময় ছুটি বাতিল! কাজ করতে হবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের


তাঁর স্নায়ুর অস্থিরতাও চিকিত্‍সকদের চিন্তায় রেখেছে। শরীরের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গ যদিও ঠিকভাবেই কাজ করছে, তবে নতুন করে জ্বর এসেছে তাঁর। চিকিত্‍সকরা এই জ্বর নিয়ে চিন্তিত। এ ছাড়াও প্রবীণ অভিনেতার একাধিক কো-মর্বিডিটি রয়েছে। বেলভিউ সূত্রে খবর, সোমবার এমআরআই হয়েছে সৌমিত্রর। তার রিপোর্ট মোটের উপর স্বাভাবিক। 


এখনও কোনও লাইফ সাপোর্ট সিস্টেমে রাখতে হয়নি তাঁকে, তবে স্নায়বিক অবস্থার উন্নতি না হলে ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবছেন চিকিত্‍সকরা। পনেরো সদস্যের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে আছেন প্রবীণ অভিনেতা। দ্রুত স্নায়বিক উন্নতি না হলে ভেন্টিলেশনের ভাবনা মেডিক্যাল টিমের।