ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণ, ICU-তে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
এই মুহূর্তে তাঁকে ICU-তে রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তাঁকে ICU-তে রাখা হয়েছে। বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে এমনটাই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, রুবি হাসপাতালের চিকিৎসক সুনিপ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন কিংবদন্তি অভিনেতা। তাঁর চিকিৎসার জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। এদিন ফুসফুসে একাধিক পরীক্ষা নীরিক্ষার পরই তাঁর ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণের কথা জানান চিকিৎসকরা।
বুধবার সকালে নিজের গলফগ্রিনের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৌমিত্র চট্টোপাধ্যায়। শ্বাসকষ্টের জন্য তিনি কিছুটা আচ্ছন্ন হয়ে পড়েছিলেন বলে খবর মেলে। তড়িঘড়ি রুবি হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবারের সদস্যরা। চিকিৎসকরা সেসময় জানিয়েছিলেন শরীরে লবণের পরিমাণ কমে যাওয়াতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সৌমিত্র চট্টোপাধ্যায়।