জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রযোজক সৌন্দর্য জগদীশ (Soundarya Jagadish)। প্রযোজককে ১৪ এপ্রিল রবিবার তাঁর বেঙ্গালুরুর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রযোজকের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, জগদীশ আত্মহত্যা করার চেষ্টা করেন। তার জেরেই প্রযোজকের মৃত্যু হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহালক্ষ্মী থানার পুলিস জানিয়েছে তদন্ত চলছে এবং সমস্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।  জগদীশের বন্ধু শ্রেয়াস বলেন, 'আত্মহত্যার চেষ্টার পরই জগদীশের মৃত্যু হয়ে। আমরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আত্মহত্যার কী কারণ তা জানা যায়নি। তার জন্য আরও প্রক্রিয়া চলছে। জগদীশের কোনও স্বাস্থ্যগত সমস্যা ছিল না। এই পদক্ষেপের পিছনে কী কারণ, তা আমরা বলতে পারছি না।'


আরও পড়ুন:Bengali Hot Web Series: এপার-ওপার মিলিয়ে পয়লা বৈশাখে তুমুল 'হইচই'


কিছুদিন আগেই জগদীশের কাছে ব্যাংকের নোটিস আসে। এটির কারণ হতে পারে কিনা তার প্রসঙ্গে শ্রেয়াস জানান, 'না এর সঙ্গে কোনও যোগসূত্র নেই। বিষয়টি বেশকিছুদিন ধরেই রয়েছে। ব্যবসায়িক সমস্যা ভিন্ন।' 


প্রযোজকের মৃত্যুর খবর সঙ্গে সঙ্গে পুলিসের কাছে যায়। প্রাথমিকভাবে তাঁদের জানানো হয়েছিল যে জগদীশের কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে। 'বিভ্রান্তিকর' খবর শ্রেয়াস প্রত্যাখ্যান করেন। এবং সেই প্রসঙ্গে তিনি বলেন, 'জগদীশের মৃত্যুর খবর জানতে পেরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।'


আরও পড়ুন:Vidya Balan: 'আমি থাকলে কোনও পুরুষ সেই সিনেমায় অভিনয় করতে চাইবেন বলে মনে হয় না!'


জগদীশ বেঙ্গালুরুর একটি পাবের মালিকও। সম্প্রতি, তাঁর জেট ল্যাগ পাবকে অনুমতিযোগ্য সময়ের বাইরে চালানোর অভিযোগ ওঠে। সেই জন্যই জগদীশ বিতর্কে জড়িয়ে পড়েন। শুধু তাই নয় কাজের সময়ের বাইরে একটি পার্টি আয়োজনের জন্য পাবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। পার্টিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা দর্শন, ধনঞ্জয়, রকলাইন ভেঙ্কটেশ এবং অন্যান্যরা।


জগদীশ 'অপ্পু পাপ্পু', 'স্নেহিতরু', 'রামলীলা' এবং 'মাস্ত মাজা মাদি' সহ অনেক ছবি নির্মাণের জন্য পরিচিত ছিলেন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)