নিজস্ব প্রতিবেদন : বুধবার তৃণমূল কংগ্রসে (TMC) যোগ দেন টলিউডের (Tollywood) একঝাঁক তারকা। জুন মালিয়া থেকে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, মানালি দে, সুদেষ্ণা রায়ের মতো টলি পাড়ার একের পর এক মুখ তৃণমূলে যোগ দেন। টালিগঞ্জের একের পর এক তারকা যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, সেই সময় পালটা টুইট করেন শ্রীলেখা মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে টলি তারকারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলে, সায়নী ঘোষকে নিয়ে জোরদার কটাক্ষ করেন শ্রীলেখা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সায়নী ঘোষকে উদ্দেশ্য করে ফেসবুকে (Facebook) পোস্ট করেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সায়নীও (Saayoni Ghosh) শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেলেন? খেলতে নেমে গেলেন? সায়নীকে এভাবে দেখে তিনি দুঃখিত বলে মন্তব্য করেন শ্রীলেখা মিত্র। সায়নী ঘোষকে নিয়ে শ্রীলেখার মিত্রর ওই পোস্ট প্রকাশ্য়ে আসার পর থেকেই ফের আরেক দফা জোর আলোচনা শুরু হয়ে যায়।


আরও পড়ুন : Raj, Saayoni, Manali, তৃণমূলে যোগ দিলেন টলিউডের একঝাঁক তারকা


দেখুন কী লিখলেন শ্রীলেখা...



বুধবার ডানলপের সাহাগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। মনোজের পাশাপাশি সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, জুন মালিয়ারাও ওই একই মঞ্চ থেকে জোড়াফুল শিবিরে যোগ দেন।


আরও পড়ুন : মুক্তি পেল Gangubai Kathiawadi এর টিজার, মন কাড়লেন 'মাফিয়া কুইন' Alia


এদিকে সম্প্রতি টেলিভিশন চ্যানেলের টক শোয়ে হাজির হয়ে বিতর্কে জড়ান সায়নী ঘোষ। টক শোয়ে সায়নীর ওই মন্তব্যের পরপরই জোর জল্পনা শুরু হয়ে যায়। যার জেরে সায়নী ঘোষকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই সায়নীকে সমর্থন করে ময়দানে নামেন অভিনেত্রী দেবলীনা দত্ত। সায়নীকে সমর্থন করায় দেবলীনা দত্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের তোড়জোড় শুরু করেন বিজেপি (BJP) নেতা তরুণজ্যোতি তিওয়ারি। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়ে যায়।