নিজস্ব প্রতিবেদন: বলিউডে মহিলা অমিতাভ বচ্চন হিসেবে পরিচিত ছিলেন শ্রীদেবী। প্রথম মহিলা সুপারস্টার তিনিই। হাওয়াই হাওয়াই গার্লকে ছবিতে চাইতেন অনেকেই। শ্রীদেবীকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন হলিউডের গুণী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। তবে তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন 'হাওয়াই হাওয়াই গার্ল'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৯৩ সালে জুরাসিক পার্ক ছবিতে নায়িকার চরিত্রে শ্রীদেবীকে চেয়েছিলেন স্পিলবার্গ। তবে হলিউডের পরিচালকের সঙ্গে কাজ করেননি শ্রীদেবী। সেইসময় নিজের কেরিয়ারে শীর্ষে বিচরণ করছেন।হলিউডে অভিনয় করার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে নায়িকা বলেছিলেন, ছোট চরিত্রে অভিনয় করতে চান না তিনি। 


শ্রীদেবীর ছেড়ে দেওয়া জুরাসিক পার্ক বড় হিট হয়েছিল। বিশ্বজুড়ে চলেছিল ছবিটি।তবে এনিয়ে কখনও আক্ষেপ প্রকাশ করেননি শ্রীদেবী। 


জুরাসিক পার্কে অভিনয় করলে হলিউডে শ্রীদেবীই হতেন প্রথম ভারতীয় অভিনেত্রী। তারপর প্রায় একদশক পর হলিউডে প্রথম কাজ করেন ঐশ্বর্যা রাই। আর এখন মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোতে চুটিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। বে ওয়াচ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আরও একটা হলিউড ছবি আসছে প্রিয়াঙ্কার। ট্রিপল এক্সে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন।   


আরও পড়ুন- অর্জুনের মতই অভিষেক ছবির মুক্তির আগে মাতৃহারা জাহ্নবী


শুধু তাই নয়, শাহরুখ খানের বিপরীতে ডর ছবিতেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী। পরে তিনি বলেছিলেন,''শাহরুখের চরিত্রটি পেলে নিশ্চিতভাবে ছবিটি করতাম। নায়িকার চরিত্রটি বেশ সাধারণ মনে হয়েছে। এই ধরনের চরিত্র আগেও করেছিলাম।''   


আরও পড়ুন- মিঠুনের সঙ্গে ব্যর্থ প্রেম, বনিকে বিয়ের আগেই সন্তানসম্ভবা- শ্রীদেবীর বর্ণময় জীবন