নিজস্ব প্রতিবেদন : আর কয়েকদিন বাদেই জন্মদিন। তবে এবার আর জন্মদিনটা অন্যবারের মতো কাটবে না। প্রত্যেকবারের মতো এবার আর মেয়ের জন্য ৭ মার্চ রাত ১২টার সময় কেক নিয়ে বসে থাকবেন না শ্রীদেবী। মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জড়িয়ে ধরবেন না। একরাশ শূন্যতা নিয়েই ২১এ পা দেবেন শ্রীদেবীর  আদরের জানু। এসব কিছুই যেন ভাবতেও পারছেন না জাহ্নবী। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কটাদিন যেন ঝড় গেছে তাঁর উপর দিয়ে। যেন বিশ্বাসই করতে পারছিলেন না। ঘোরের মধ্যে কেটেছে। অবশেষে  কলম ধরলেন জাহ্নবী। আর তাঁর সেই খোলা চিঠিতেই উঠে এল জাহ্নবীর মনে যন্ত্রণা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রীদেবী কন্যা লিখেছেন, ''বুকের মধ্যে একটা শূন্যতা ঘিরে রয়েছে। আমি জানি আমাকে এই শূন্যতা নিয়েই এবার বাঁচতে শিখতে হবে। এই শূন্যতার মধ্যেও আমি তোমার ভালোবাসা অনুভব করতে পারছি।এবার আমি বুঝতে পারছি, তুমি কীভাবে সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে আমায় আড়াল করে রেখেছিলে। যখনই আমি চোখ বন্ধ করছি, তখনই শুধু ভালো জিনিস গুলিই মনে পড়ছে। তুমিই এই ভালো জিনিসগুলি আমাদের মধ্যে এনেছিলে। তুমি আমাদের জীবনে আশীর্বাদের মতো ছিলে। আমার যা কিছুই করেছি, তুমি আশীর্বাদের মতো আমাদের ঘিরে ছিলে। তুমি সত্যিই বড্ড ভালো, ভালোবাসায় পরিপূর্ণ। সেজন্য হয়ত ঈশ্বর তোমায় তাঁর কাছে ডেকে নিল। কিন্তু তুমি আমেদের সঙ্গে ছিলে এটাই অনেক...


আমার বন্ধুরা আমায় সব সময় বলত আমি ভীষণ সুখী, এখন বুঝতে পারছি এই সুখ তোমার জন্যই ছিল...   তুমি আমার, খুশির এবং বাবার মধ্যে রয়েছ। তুমি আমাদের মধ্যে যে ছাপ রেখে গেছ সেটা এতটাই শক্ত যে পরববর্তীকালে চলার পথে সেটাই আমাদের সাহায্য করবে। ''



প্রসঙ্গত এবছরের জুলাই মাসে তাঁর প্রথম ছবি 'ধড়ক' মুক্তি পেতে চলেছে। ফিল্মে মেয়েকে দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন শ্রীদেবী। সেইমতই মেয়েকে তৈরিও করেছিলেন। তবে শ্রীদেবীর সেই ইচ্ছা পূরণ হল না। মেয়ের প্রথম ছবির মুক্তি দেখা হল না তাঁর। তার আগেই চলে যেতে হল শ্রীকে।


আরও পড়ুন- কপিলের এই ভ্যানিটি ভ্যান দেখলে মূর্ছা যাবেন শাহরুখ সলমনও


আরও পড়ুন- শেষবেলায় শ্রীদেবীকে সাজিয়েছিলেন এই অভিনেত্রী