`শ্রীদেবীর মৃত্যুতে রহস্য নেই`, জানাল বিদেশমন্ত্রক
বাথটাবের জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। যতই এই দাবি করা হোক না কেন, আদপে বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের মৃত্যুতে রহস্যের গন্ধই পাচ্ছেন অনেকে। এবার অভিনেত্রীর মৃত্যু নিয়ে মুখ খুলল বিদেশমন্ত্রক।
নিজস্ব প্রতিবেদন: বাথটাবের জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। যতই এই দাবি করা হোক না কেন, আদপে বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের মৃত্যুতে রহস্যের গন্ধই পাচ্ছেন অনেকে। এবার অভিনেত্রীর মৃত্যু নিয়ে মুখ খুলল বিদেশমন্ত্রক।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবীশ কুমার বলেন, '' আমি যতদূর জানি UAE সরকারের তরফে শ্রীদেবীর মৃত্যু নিয়ে সমস্ত কাগজপত্রই আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর সেই মতই অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যদি এই মৃত্যুতে কোনও রহস্য থাকত তাহলে তা এতদিনে প্রকাশ্যে আসত। ''
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে হোটেলের বাথটাবের মধ্যে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। তারপর থেকেই তাঁর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে নানান প্রশ্ন। যদিও ময়নাতদন্তের রিপোর্টে অভিনেত্রীর জলে ডুবে মৃত্যুর কথাই বলা হয়েছে।
আরও পড়ুন- ''হিন্দু নয়, মুসলিমও নয়, দাঙ্গা লাগায় দাঙ্গাবাজরা''