জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গত বছরই সৃজিত মুখার্জী পরিচালিত ‘অতি উত্তম’ ছবির কিছু দৃশ্য সামনে এসেছিল। তা থেকে স্পষ্ট এই ছবি বাংলা চলচিত্রের শ্রেষ্ঠ অভিনেতা, মহানায়ক উত্তম কুমারকে নিয়েই তৈরি। ৮ থেকে ৮০ সকলের মন জয় করেছিলেন তিনি। আজও মহিলারা তাঁকে দেখে মুগ্ধ হন। সেই নিয়ে ছবি হবে ভেবেই খুশি অনেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shah Rukh Khan: কাতার থেকে ভারতীয় নৌসেনা অফিসারদের মুক্তির জন্য শাহরুখের দ্বারস্থ মোদী?


এই ছবিতে অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, গৌরব চ্যাটার্জি, লাবনী সরকার, শুভাশীষ মুখার্জি, জিনা তরফদার এবং সোনিয়া গুপ্তকেও দেখতে পাওয়া যাবে। পাশাপাশি টিজার দেখে বোঝা গেছে, যে পুরো ছবি জুড়ে দেখতে পাওয়া যাবে মহানায়ককেও। এরকম অনন্য উপায়ে মহানায়ককে আবার বড় পর্দায় দেখতে পাওয়ার লোভ অনেকেই সামলাতে পারবেন না।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)