Hanskhali: `ধর্ষণের জাস্টিফিকেশন হয় না`, হাঁসখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার বিরুদ্ধে সরব টলিউড
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন,`ধর্ষণ নাকি অন্তঃসত্ত্বা, তড়িঘড়ি দেহ দাহ করলে প্রমাণ মিলবে কোথা থেকে? প্রেমের সম্পর্ক আটকানো যায় না।` মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় সরব পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: সোমবার হাঁসখালিতে(Hanskhali) নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন,'ধর্ষণ নাকি অন্তঃসত্ত্বা, তড়িঘড়ি দেহ দাহ করলে প্রমাণ মিলবে কোথা থেকে? প্রেমের সম্পর্ক আটকানো যায় না।'মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় সরব পরিচালক সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherji), কমলেশ্বর মুখোপাধ্যায়(Kamaleshwar Mukherjee) থেকে শুরু করে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়(Anindya Chatterjee), জয়জিৎ বন্দ্যোপাধ্যায়(Joyjit Banerjee)।
হাঁসখালি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,'শরীরটা পুড়িয়ে দিলেন। আমি লেম্যান হয়ে বলছি, সবটা না জেনেও, প্রমাণটা পাবে কোথা থেকে? রেপ হয়েছে, নাকি প্রেগন্যান্ট ছিল বা অন্য কোনও কারণ হয়েছে, নাকি কেউ ধরে দুটো চড় মেরেছে, তাই শরীরটা খারাপ হয়েছে। লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। বাড়ির লোকেরা সেটা জানত। পাড়ার লোকেরাও জানত। এখন যদি কোনও ছেলে-মেয়ে কেউ কারও সঙ্গে প্রেম করে, সেটা আমার পক্ষে আটকানো সম্ভব নয়। এটা ইউপি নয় যে আমি লাভ জিহাদ নিয়ে অনুষ্ঠান শুরু করব। যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হবে। অ্যাকশন হয়েছে। গ্রেফতার করা হয়েছে এবং কোনও রঙ দেখা হচ্ছে না। মনে রাখবেন এটা দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে হয় না। বাংলায় হয়।'
সৃজিত মুখোপাধ্যায় লেখেন,' হাঁসখালি ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আপত্তিকর ও অসংবেদনশীল। আমি বাকরুদ্ধ।' পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায় লেখেন,'হতেই পারে আপনি রাজ্যের শাসকদলের
নেতা/নেত্রী বা কর্মী অথবা সমর্থক কিংবা শাসক আশ্রিত বিশিষ্টজন।তবু, ধর্ষিতা কোনো নাবালিকা বা সাবালিকা আপনারও মানবিকতার প্রার্থী। নীরব থেকে দুষ্কৃতীদের প্রশ্রয় দেবেন না। আপনি তো দুষ্কৃতী নন। ধর্ষকের দায় আপনি কেন নেবেন?'মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া শুনে বিরক্ত পরিচালক অনীক দত্ত। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখেন,'ধর্ষণটা ধর্ষণই আর তার পাশবিকতা লঘু করার জন্যে কোনো জাস্টিফিকেশনই যথেষ্ট নয়।'অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন,'পার্কস্ট্রিট থেকে হাঁসখালি'। সংগীত পরিচালক ও পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত লেখেন,'সম্পূর্ণ নিরাশাজনক পরিস্থিতি। মুখ্য়মন্ত্রীর অভাবনীয় মন্তব্য...'
আরও পড়ুন: Hanskhali: 'মেয়েটি মদ্যপান করেছিল', হাঁসখালি কাণ্ডে এবার পুলিস সুপারের মন্তব্য ঘিরে বিতর্ক