Srijit Mukherji: পরম ইন, অনির্বাণ আউট! সৃজিত বোঝালেন, `সত্যিই সত্যি বলে কিছু নেই`...
Sotti Bole Sotti kichu Nei: `সত্যি বলে সত্যিই কিছু নেই` ছবিরই পরবর্তী আপডেট দিলেন পরিচালক। বহুদিন ধরেই এই ছবির কাস্টিং নিয়ে মানুষের মনে একটি উত্তেজনা ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক নিজেই সত্যিটা সামনে আনলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই সিনেমার জায়গার সন্ধানে নিজের পোষ্যকে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়কে। পোষ্যের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই কথা সকলকে জানিয়েছিলেন পরিচালক।
আরও পড়ুন: Madhumita Sarcar: 'বাংলা ছাড়ছি...' স্যুটকেস গুছিয়ে টলিউড ছাড়ছেন সুন্দরী?
তাঁর এই পোষ্যের নাম অনন্ত। তাঁর ৫ বল পাইথন পোষ্যের মধ্যে অনন্ত একজন। সে একেবারে সাদা একটি বল পাইথন। পরিচালকের শেয়ার করা ছবিতে সৃজিতের গলায় পেঁচিয়ে রয়েছে সে। ক্যাপশনে সৃজিত লিখেছেন, 'লোকেশন হান্টিং উইথ অনন্ত' সঙ্গে হ্যাসট্যাগ 'সত্যি বলে সত্যিই কিছু নেই'। অর্থাৎ তিনি অনন্তের সঙ্গে জায়গার সন্ধানে, এবং জায়গা যে তাঁর নতুন ছবির জন্য তা হ্যাসট্যাগ দেখেই বোঝা যাচ্ছে। ছবির নাম 'সত্যি বলে সত্যিই কিছু নেই'। এবার সেই ছবিরই পরবর্তী আপডেট দিলেন পরিচালক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)