ওয়েব ডেস্ক : খেলার মাঠ হোক বা নিজের ছবির শুটিং স্পট। সুযোগ পেলেই শাহরুখ সময় কাটান আব্রামের সঙ্গে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছবির প্রমোশন হোক বা চ্যাট, সবকিছুই সময়ে শেষ করে দেন আব্রামের কারণেই। মিষ্টি আব্রামকে কাছে ছাড়া করতেই চান না বাদশা। আব্রামকে নিয়ে এবার সিনেমা দেখতে গেলেন বাদশা। স্বাভাবিকভাবেই ভাইরাল সেই খুনসুঁটির ছবি।


আরও পড়ুন, 'টয়লেট'-এর ট্রেলর দেখে খুশি মোদী, ধন্যবাদ জানালেন অক্ষয়