ওয়েব ডেস্ক: পুজো মানেই দারুন মজা, খাওয়া দাওয়া, ঘোরা আর অবশ্যই নতুন ছবি। আর প্রত্যেক বছরের পুজোর মতো এবারেও পুজোয় বিগ বাজেটের বড় ব্যানারের ছবি নিয়ে আসছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবির নাম 'অভিমান'। আর এবার রাজের সঙ্গে রয়েছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জিত্‌। তবে জিত্‌ এবার কোনও একজন নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না। এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে শুভশ্রী এবং সায়ন্তিকাকে। নতুন ছবির পোস্টার লঞ্চ করেছে সবে। আর তাতেই দর্শকরা অধীর আগ্রহে ছবি মুক্তির জন্য অপেক্ষা করছেন। তাহলে ছবি মুক্তির আগেই দেখে নিন ছবির কিছু স্টিল। ছবি সৌজন্যে 'অভিমান' ট্যুইটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING