ওয়েব ডেস্ক: একঝলক দেখা গিয়েছেল 'ভ্যালেন্টাইন ডে'র পড়ন্ত বিকেলে! সানি লিওন নিজের টুইটারে কন্ডোমের বিজ্ঞাপনের ট্রেলর দিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন সেদিন থেকেই। এবার সামনে আসল গোটা পিকচারটাই। কন্ডোম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে সানির নতুন অবতার দেখে অনেকেই হতবাক। সচরাচর সানিকে যেভাবে 'ব্যবহার' করা হয় বিজ্ঞাপনে এই বিজ্ঞাপনে তেমনটা একেবারেই হয়নি। বিকিনি বসনা বিজ্ঞাপনে সানিকে নিয়ে বিতর্ক এখনও সবার মনে আছে। এরই মধ্যে যদি আরও এক বিতর্ক তৈরি হয় তাহলে কন্ডোম প্রস্তুতকারক সংস্থা বিপাকে পড়তে পারে! সম্ভবত সেই কারণেই সানিকে 'বসন' দিয়ে সুসজ্জিত করেই বিজ্ঞাপন তৈরি হল। ২ মিনিটের বিজ্ঞাপনে সানি নতুন অবতার দেখে নিন- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING