নিজস্ব প্রতিবেদন: শুক্রবার, ১১ মে ঘটা করে দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসেছিল রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ের আসর। আত্মীয়-স্বজন-বন্ধু-বন্ধবের উপস্থিতিতে হয়েছে বিয়ের অনুষ্ঠান। আজ ১৩ মে, রবিবার সকালে রাজের রুবির ফ্ল্যাটে হয়ে গেল বৌভাতের অনুষ্ঠান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৌভাতের দিন সকালে বাড়ির সকলের পাতে ভাত দিতে দেখা যায় নববধূ শুভশ্রীকে। এদিনই প্রথা মেয়ে শুভশ্রীর ভাত-কাপড়ের দায়িত্ব নেন রাজ। দায়িত্ব নেওয়ার পাশাপাশি শুভশ্রীকে স্মরণ করিয়ে দেন, তাঁর পরিবারের সকলকে ভালো রাখার দায়িত্ব কিন্তু শুভশ্রীরও।  শুভশ্রীর বৌভাত, ও ভাত-কাপড়ের অনুষ্ঠানের ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন রাজ চক্রবর্তী।




এদিন সকালে রাজের পরিবারের সকলের সঙ্গে ছবি তুলতেও দেখা গেল শুভশ্রীকে।



আরও পড়ুন-'রাজ'বধূ হলেন শুভশ্রী, দেখুন বিয়ের সব ভিডিও



আরও পড়ুন-কপালে লেপটা সিঁদুর, বিয়ের পরদিন সকালে এ কী হাল শুভশ্রীর!