কপালে লেপটা সিঁদুর, বিয়ের পরদিন সকালে এ কী হাল শুভশ্রীর!

বিয়েটা শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই সেরেছেন জনপ্রিয় এই জুটি। বিয়ের সমস্ত ছবিই সোশ্যাল সাইটে শেয়ার করেছেন রাজ ও শুভশ্রী।

Updated By: May 12, 2018, 06:29 PM IST
কপালে লেপটা সিঁদুর, বিয়ের পরদিন সকালে এ কী হাল শুভশ্রীর!

নিজস্ব প্রতিবেদন: রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে ঘিরে টলিপাড়ায় কম হৈচৈ হয়নি। শেষমেশ শুক্রবার ১১ মে দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ঘটা করে বসেছিল রাজ-শুভশ্রীর বিয়ের আসর। সব্যসাচীর ডিজাইন করা লাল চওড়া পাড়ের বেনারসিতে এক্কেবারে চিরাচরিত বাঙালি সাজে সেজেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর রাজের পরনে ছিল সবুজ ডিজাইনার পাঞ্জাবী। তবে বিয়েটা শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই সেরেছেন জনপ্রিয় এই জুটি। বিয়ের সমস্ত ছবিই সোশ্যাল সাইটে শেয়ার করেছেন রাজ ও শুভশ্রী।

বিয়ে মিটেছে শুক্রবারই। শনিবার বিয়ের পরদিন সকালে স্ত্রী শুভশ্রীর প্রথম ছবিও শেয়ার করেছেন রাজ। ছবিতে লাল পাড় সাদা গরদের শাড়িতে এক্কেবারে সাবেকি বাঙালি বধূর মতোই দেখাচ্ছে তাঁকে। তাঁর কপালে লেপটে রয়েছে সিঁদুর। এদিনও পোষ্য জিলাটোকে নিয়ে আদর করতে দেখা যায় শুভশ্রীকে।

আরও পড়ুন- 'রাজ'বধূ হলেন শুভশ্রী, দেখুন বিয়ের সব ভিডিও

আরও পড়ুন- শুভশ্রীর বিয়েতে সেজেগুজে হাজির পোষ্য জিলাটো
 

.