নিজস্ব প্রতিবেদন : উত্তরপ্রদেশের বরেলিতে ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের রাস্তায় বসিয়ে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এমনই একটি ভিডিয়ো ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এবার এই বিষয়টি নিয়েই মুখ খুললেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রমিকদের উপর এভাবে জীবাণুনাশক স্প্রে করা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভশ্রী। লিখেছেন? ''মানুষের উপর কি এভাবে কীটনাশক স্প্রে করা উচিত? এটা কি করোনা ভাইরাসের সংক্রমণ আটকানোর কোনও পন্থা হতে পারে? এই ঘটনা কি অমানবিক নয়? এই মুহূর্তে মনুষ্যত্ব ও সহানুভূতি বজায় রেখে পাশে দাঁড়ানো উচিত। কী হচছে কোথায়?''


আরও পড়ুন-ঐন্দ্রিলার কাছে আসতে চাইলেন অঙ্কুশ, ঝাঁটা মেরে বিদায় করলেন অভিনেত্রী



একইভাবে ঘটনার নিন্দা করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি টুইটার হ্যান্ডেলে ঘটনা প্রসঙ্গে লিখেছেন, ''কিছুই নেই গরিব মানুষদের সুরক্ষার জন্য কিছুই নেই। অনেকে আবার উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করেন, সেটা কি এই জন্য?''



জানা যাচ্ছে, এদিকে এই ঘটনা প্রসঙ্গে বরেলির মেডিক্যাল অফিসার আশুতোষ পরাশরি বলেছেন, ''ওই শ্রমিকদের উপর হাইপোক্লোরাইট মিশ্রণ স্প্রে করা হয়েছে। এটা তেমন ক্ষতিকর নয়। জীবাণুনাশক হিসাবে ব্যবহার সোডিয়াম হাইপোক্লোরাইট।'' তবে ঘটনার নিন্দা করেছেন বরেলির জেলাশাসক। তিনি ঘটনায় যুক্ত কর্মীদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন। 


আরও পড়ুন-'আর্থিক সাহায্য পেলে সংসারটা বেঁচে যেত', বাদশার সাহায্য বার্তা প্রসঙ্গে বললেন রতন কাহার