শুভশ্রীর কোভিড টেস্টের রিপোর্ট কী! জানালেন রাজ চক্রবর্তী
নিজেই ট্যুইট করে জানান রাজ
নিজস্ব প্রতিবেদন : ভাল আছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেঠিভ এসেছে। শুভশ্রীর পাশাপাশি তাঁর পরিবারের অন্য সদস্যদেরও কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান রাজ চক্রবর্তী। মঙ্গলবার ট্যুইট করে স্ত্রী শুভশ্রীর সুস্থ থাকার কথা জানান রাজ।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী
এসবের পাশাপাশি রাজ আরও জানান, তিনিও ভাল আছেন। নিজের শরীরের খেয়াল রাখছেন। শুধু তাই নয়, তাঁর পরিবারের প্রত্যেকে বর্তমানে পৃথক পৃথক ঘরে থাকছেন বলেও জানান রাজ চক্রবর্তী।
সোমবার ট্যুইট করে নিজের কোভিড পজিটিভ হওয়ার খবর জানান টলিউডের এই জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক। তিনি জানান, সম্প্রতি তাঁর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই সময় তাঁর বাবার পরপর কোভিড টেস্ট করানো হয়। দুবারই তাঁর বাবার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তিনি নিজের করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষাতেই জানা যায়, কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি।
আরও পড়ুন : রিয়ার 'শ্লীলতাহানি' করেছেন সুশান্তের প্রিয়াঙ্কা দিদি? দাবি অভিনেত্রীর আইনজীবীর
রাজ চক্রবর্তীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই শুভশ্রীকে নিজে চিন্তায় পড়ে যান। কেমন আছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী, তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে মঙ্গলবার ট্যুইট করে রাজ জানিয়ে দেন, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ভাল আছেন। করোনা তাঁর শরীরে কামড় বসাতে পারেনি।