নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার আঁচ এবার লেগেছে রাজনৈতিক মহলেও! সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় শাহরুখ, সলমন, আমির খানরা চুপ কেন? তা নিয়েই এবার প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মাণ্যম স্বামী। এখানেই শেষ নয়, বলিউডের এই তিন 'খান'-এর সম্পত্তির হিসেব খতিয়ে দেখার কথাও বললেন সুব্রহ্মাণ্যম স্বামী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুশান্তের মৃত্যুর ঘটনায় বলিউডের তিন সুপারস্টার তিন 'খান'-এর চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলে একটি টুইট করেন বিজেপির রাজ্যসভার সাংসদ। পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, ''বলিউডের তিন সুপারস্টারের দেশের মধ্যে থাকা সমস্ত সম্পত্তি ও দেশের বাইরে বিশেষত দুবাইতে থাকা সমস্ত সম্পত্তি খতিয়ে দেখা দরকার। তাঁদের এই বাংলো, সম্পত্তি কে উপহার দিয়েছেন, সম্পত্তি কিনে থাকলে কীভাবেই বা তাঁরা কিনেছেন, সেগুলি ED, IT এবং CBI-এর তদন্ত করে দেখা উচিত। তাঁরা কি আইনের উর্দ্ধে নাকি?''


আরও পড়ুন-'অসুস্থ মায়ের কাছে যেতে চাই', করুণ আর্তি বাংলার শ্রমিককের, পাশে দাঁড়ালেন সোনু সুদ




  প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি তুলে ইতিমধ্যেই এক আইনজীবীকে নিয়োগ করেছেন সুব্রহ্মাণ্যম স্বামী।  এবিষয়ে টুইটে তিনি লেখেন, ''“আমি ইতিমধ্যেই আইনজীবী ইসকরণ ভান্ডারির সঙ্গে কথা বলেছি। সুশান্ত (Sushant Singh Rajput) মামলা CBI তদন্তের উপযুক্ত কিনা তা খতিয়ে দেখার আবেদনও জানিয়েছি।''


আরও পড়ুন-কোয়ারেন্টাইনে রয়েছেন কোভিড আক্রান্ত কোয়েল ও তাঁর পরিবার, সুস্থ অভিনেত্রীর শিশু সন্তান




প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি তুলেছেন রাজ্যসভার আরও এক বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। CBI তদন্তের দাবিতে তুলে তিনি একাধিক টুইট করেছেন। সেগুলি প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগও করেছেন তিনি। এখানেই শেষ নয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় দেশের বহু মানুষ CBI তদন্তের দাবিতে গলা চড়িয়েছেন। তাঁরা সাফ জানিয়েছেন, CBI তদন্ত না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।


আরও পড়ুন-কোয়েল, রঞ্জিত মল্লিক সহ পরিবারের ৪ জনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট তারকাদের