নিজস্ব প্রতিবেদন : মা হলেন সুদীপা চট্টোপাধ্যায়। দীপাবলি শেষ হতেই অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সুদীপা চট্টোপাধ্যায়ের ঘরে এল এক নতুন অতিথি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : চিংড়ি থেকে তোপসে, চিতল, শ্বশুরবাড়ির পর বাপের বাড়িতে সাধ খেলেন সুদীপা
জানা যাচ্ছে, ছোট্ট এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সুদীপা। সন্তান জন্মের পর পরই তাঁর টুইটার হ্যান্ডেলে শুভেচ্ছা উপচে পড়তে শুরু করেছে।


আরও পড়ুন : গা ভর্তি গয়নায় সুদীপা, দেখুন রান্না ঘরের 'রানি'-র সাধ-এর ছবি


দেখুন...


 



সম্প্রতি দুর্গা পুজোর আগেই জানা যায় শিগগিরই মা হচ্ছেন 'রান্নাঘরের রানি'। পঞ্চমীতে সুদীপা সাধের অনুষ্ঠান বসে চট্টোপাধ্যায় বাড়িতে। যেখানে ঋতুপর্ণা সহ টলিউডের একাধিক শিল্পী হাজির ছিলেন। শ্বশুরবাড়ির সাধের অনুষ্ঠানের পর গত ৪ নভেম্বর বাপের বাড়িতে বসে সুদীপার সাধের অনুষ্ঠান। যেখানে তোপসে, চিংড়ির মালাইকারি, পায়েস সহযোগে পঞ্চব্যঞ্জনে সুদীপার সাধের অনুষ্ঠান পালন করা হয়।


সুদীপা চট্টোপাধ্যায় এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়কে অনেক শুভেচ্ছা জি ২৪ ঘণ্টা ডট কম-এর তরফে