পাতে হলুদ পোলাও, Abir-কে রেঁধে খাওয়ালেন Sudipa Chatterjee
আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন সুদীপা। যেখানে রেধে আবীরকে খাওয়াতে দেখা যায় `রান্নাঘরের রানি`-কে।
নিজস্ব প্রতিবেদন : আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন সুদীপা। যেখানে রেঁধে আবীরকে খাওয়াতে দেখা যায় 'রান্নাঘরের রানি'-কে।
দেখুন...
আবীরের পাতে হলুদ রঙের পোলাও গুছিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সুদীপাকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবীরের সঙ্গে ছবি শেয়ার করেন সুদীপা। রান্নাঘরের রানি সঙ্গে আবীর চট্টোপাধ্যায়ের ছবি দেখে তাঁদে অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কেউ আবীরকে তাঁর প্রিয় অভিনেতা বলে মন্তব্য করেন। আবার কেউ আবীরকে ভাগ্যবান বলে মন্তব্য করেন সুদীপার রান্না চেখে দেখতে পারবেন বলে। সবকিছু মিলিয়ে আবীর চট্টোপাধ্য়ায়ের সঙ্গে সুদীপা চট্টোপাধ্যায়ের ছবি ছড়িয়ে পড়ে অন্তর্জাল জুড়ে।
আরও পড়ুন : বিয়ের ২ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা নেহা কক্কর? ভাইরাল বেবি বাম্পের ছবি
প্রসঙ্গত., একটি বিজ্ঞাপনের শ্যুটের জন্যই আবীরের সঙ্গে তাঁকে দেখা যায় বলে জানান সুদীপা চট্টোপাধ্য়ায়।
সম্প্রতি নিজের পরিবারের সঙ্গে একটি বিয়ে বাড়িতে হাজির হন সুদীপা চট্টোপাধ্যায়। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ছোট্ট আদিদেবকেও দেখা যায় সুদীপার সঙ্গে। আদিদেবের সঙ্গে দেখা যায় অগ্নিদেব চট্টোপাধ্য়ায়ের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়কেও। ৪ জনের একসঙ্গে ছবি শেয়ার করে, নিজের পরিবার বলেও ক্যাপশন জুড়তে দেখা যায় সুদীপাকে। রান্নাঘরের রানির গোটা পরিবারের ছবি দেখে তাঁর অনুরাগীরা খুশি হয়ে যান।