জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : SSC দুনীর্তি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই চর্চার বিষয় সেই একটাই। হাজার হাজার শিক্ষিত চাকরি প্রার্থীদের সঙ্গে এভাবে প্রতরণা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিনোদন দুনিয়ার বহু ব্যক্তিত্ব। বিষয়টি নিয়ে সরব জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) এবং অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেসবুকে অভিনেতা অময় দেব রায়ের একটি পোস্টকে সমর্থন করে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, 'আমারও ঠিক একই বক্তব্য অময় দেব রায়।' সুদীপ্তা চক্রবর্তী লেখেন, 'কত শত ছেলেমেয়েরা পড়াশোনা করে, ট্রেনিং নিয়ে, পরীক্ষা দিয়ে হত্যে দিয়ে পড়ে আছে একটা কাজ পাবার আশায় !!! সরকারি, বেসরকারি, চাকরি বা ফ্রিল্যান্সিং job, যা হোক কিছু --- একটা কাজ, just একটা কাজ, যাতে সম্মানের সঙ্গে কাজ করে কিছু টাকা রোজগার করা যায়। আর সেখানে কোনো একজন মানুষের ১০/১৫ টা বাড়ি... ২১ কোটি টাকা... বিদেশি মুদ্রা... গয়না ....এই দেশে!!!!! এই রাজ্যে !!!  এই শহরে !!!! '' সুদীপ্তা চক্রবর্তীর প্রশ্ন 'এঁরা জনগণের স্বার্থে কাজ করেন ? দেশের স্বার্থে রাজনীতি করেন ? আমাদের দেখে কি সত্যিই মনে হয় আমরা রোজ সকালে breakfast এ ঘাস খাই ???? লজ্জা করছে ! রাগ হচ্ছে !''


পোস্টের নিচে সুদীপ্তা স্পষ্ট জানিয়ে দেন,  'এই পোস্ট তৃণমূল/বিজেপি/সিপিআইএম সংক্রান্ত নয়। এই পোস্টে এসে Whataboutery করবেন না। উত্তর দেব না।'


আরও পড়ুন-'নায়ক' ছবির রিমেক বানাবেন কমলেশ্বর! নায়ক হবেন 'পার্থ কুমার', রসিকতা অনীকের



একইভাবে SSC দুর্নীতি প্রসঙ্গে সরব অভিনেতা ঋদ্ধি সেন। হাজার হাজার মানুষের স্বপ্নও এভাবে বিক্রি হয়েছে? প্রশ্ন তুলে ঋদ্ধি লেখেন, 'আশাটাও পণ্য এখন বাজারদরে বিকোতে পারলে টাকা আসবে ঘরে, আসবে ঘরে'। ঋদ্ধি আরও লেখেন, 'হাজার হাজার মানুষের স্বপ্ন, শ্রম, আশা ,শিক্ষার পরিণতি ? ২০ কোটি টুকরো , চুরমার হয়ে পড়ে আছে মাটিতে। আশা আর স্বপ্ন বিক্রি করে গণতন্ত্রের উৎসব, এক ভয়ংকর এবং আশ্চর্যরকম নিশ্চিন্ত রাতের ঘুম। ছিঃ । আশাকরি আর যেন কোনদিন ঘুম না আসে এদের , থাকুক শুধু এক অক্লান্ত জেগে থাকা নিজেদের ধ্বংসের মধ্যে।'



তবে কিছু লোকজন আবার ঋদ্ধি সেনের এই পোস্টের নিচে তাঁর অভিনেতা বাবা কৌশিক সেনের রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ লিখেছেন, 'আপনার বাবাকেও তো একদিন শাসকদলের হয়ে পথে নামতে দেখা গিয়েছে।' কারোর কথায়, 'ঋদ্ধি তুমি আর তোমার বাবার কি এইটা স্ট্র‍্যটেজি??? তুমি বিপক্ষে থাকবে আর তোমার বাবা পক্ষে থাকবেন'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)