এবছর ল্যাকমে ফ্যাশান উইক সেলেবদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। এমনকি করিনা কাপুর খান, ‌যিনি কিনা প্রত্যেকবার ল্যাকমে ফ্যাশন উইকের মূল আকর্ষণের কেন্দ্রে থাকেন তাঁকেও এবার দেখা ‌যায়নি। বলার মত একমাত্র রণবীর সিংকে দেখা গেছে এই ফ্যাশন শোতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার ল্যাকমে ফ্যাশন উইক আলো করলেন শাহরুখ কন্যা সুহানা খান। ঘনিষ্ঠ বন্ধু আহান পান্ডের সঙ্গে সুহানার উপস্থিতি নজর কেড়েছে প্রায় সকলের।এদিন সুহানার সঙ্গে ছিল তার অন্যান্য বন্ধু-বান্ধবরাও। নিছকই আউটিং এর জন্য সেখানে পৌঁছেছিল তারা। ‌যদিও অন্যান্য বন্ধুদের থেকে চাঙ্কি পান্ডের ভাইপো আহান ‌যে সুহানার বেশি ঘনিষ্ঠ তা এতদিনে অনেকেরই জানা। কিছুদিন আগে ‘‍টিউবলাইট’‍ প্রিমিয়ারে গিয়েও সুহানার সঙ্গে আলাদা করে গল্প করতে দেখা গেছে আহানকে।


আরও পড়ুন- মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের '‍ইয়েতি অভি‌যান'‍-এর ট্রেলার


পরনে একটা সাধারণ একটা কালো টপ ও সাদা প্যান্টেও সুহানাকে এদিন বেশ গর্জাস লাগছিল। নজর কাড়ল সুহানার জুতো। তবে সুহানার প্রাণ খোলা হাসিতে শাহরুখের ছায়া স্পষ্ট। বেশ বোঝা ‌যাচ্ছিল বলিউড ডিভা হওয়ার জন্যই ধীরে ধীরে তৈরি হচ্ছে সে।