নিজস্ব প্রতিবেদন: কোনও তারকা সুলভ আচরণ নয়। আর পাঁচজন মায়ের মতোই ছেলেকে ঘুম পাড়ানোর আগে বিছানায় শুয়ে গান গাইছেন সুনিধি চৌহান। মা একলাইন গাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ অংশটি গেয়ে উঠছে ছোট্ট তেঘ। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে মা ও ছেলের ডুয়েটে গাওয়া একটা গানের ভিডিয়ো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিয়োটি বেশকিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করেছিলেন বলিউডের খ্যতনামা গায়িকা সুনিধি চৌহান। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ো গ্রুপে ভিডিয়োটি উঠে আসায় এটি নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে শ্রীদেবী ও অনিল কাপুর জুটির বিখ্যাত ছবি Mr. India-র  'কাটে নেহি কাট তে রাত' গানটিই গাইতে শোনা যাচ্ছে সুনিধি ও ছোট্ট তেঘ-কে। ভিডিয়োটি পোস্ট করে সুনিধি ক্যাপশানে লিখেছিলেন, ''Our first duet!''। 



সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি দেখে মন মজেছে নেটিজেনদের। অনেকেই মা ও ছেলের সুন্দর মুহূর্তটির প্রশংসা করেছেন।



প্রসঙ্গত, ২০১৮ সালে জানুয়ারি মাসে তেঘ-এর জন্মদেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। ২০১২ সালে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি চৌহান। তেঘ সোনিক হিতেশ ও সুনিধিরই সন্তান। তবে মা হওয়ার পর বেশকিছুদিন গানের শো করা বন্ধই রেখেছিলেন গায়িকা। তবে গত একবছর হল ফের তিনি মঞ্চে ফিরেছেন।