`মুখোশ পরে হামলা করে নিজেদের পুরুষ বলো?` JNU নিয়ে বিস্ফোরক সুনীল শেঠি
সুনীল শেঠি বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক৷
নিজস্ব প্রতিবেদন: JNU-এ পড়ুয়াদের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় এবার মুখ খুললেন বলিউড অভিনেতা (Suniel Shetty) সুনীল শেঠি৷ সম্প্রতি স্পটবয় ডট কমের এক সাক্ষাতকারে মুখ খোলেন সুনীল শেঠি৷ তিনি বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক৷ (BJP) বিজেপি, (Congress) কংগ্রেস, এনসিপি, যে দলের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, (Students) পড়ুয়াদের উপর এভাবে হামলা কখনওই সমর্থনযোগ্য নয়৷
আরও পড়ুন : 'পুরুষের চেয়েও শক্তিশালী দীপিকা', JNU-এ হাজির হওয়ায় অভিনেত্রীর ভূয়ষী প্রশংসা নেটিজেনদের
মুখোশ পরে ছাত্রছাত্রীদের উপর হামলা, এটা কোন ধরনের পুরুষের কাজ বলে প্রশ্ন তোলেন সুনীল শেঠি৷ এসবের পাশাপাশি যারা কাশ্মীরের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদেরও একহাত নেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা৷ তিনি বলেন, (Kashmir) কাশ্মীর ভারতের অঙ্গ ছিল, এখনও আছে৷ ভবিষ্যতেও থাকবে৷ তাই কাশ্মীরের স্বাধীনতা চাই বলে যাঁরা স্লোগান দিচ্ছেন, এবার তাঁরা মুখ বন্ধ করুন বলেও জোর সওয়াল করেন সুনীল শেঠি৷
আরও পড়ুন : ছপক বয়কটের ডাক, 'ভয় পাই না, দীপিকার জন্য গর্বিত'; JNU নিয়ে বিস্ফোরক অনুরাগ
পাশাপাশি দেশের বর্তমান যে পরিস্থিতি, তার পরিবর্তন হওয়া উচিত৷ (Hindu) হিন্দু, মুসলিম, শিখ, সাই সবাই যাতে একসঙ্গে বসবাস করতে পারে, সেই আবহাওয়া তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন ধড়কন (Actor) অভিনেতা৷