'পুরুষের চেয়েও শক্তিশালী দীপিকা', JNU-এ হাজির হওয়ায় অভিনেত্রীর ভূয়ষী প্রশংসা নেটিজেনদের
দীপিকার সমর্থনে মুখ খোলেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা
নিজস্ব প্রতিবেদন: JNU-এ পড়ুয়াদের আন্দলোনকে সমর্থন করেন৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ সংগঠনের সদস্যদের উপর মুখোশধারী দুষ্কৃতীদের হামলার পর তাঁদের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দেন দীপিকা পাডুকন৷ সেই সূত্র ধরেই সোমবার রাতে সোজা JNU-তে পৌঁছে যান (Deepika Padukone) দীপিকা পাডুকন৷ কথা বলেন ঐশী ঘোষসহ আন্দোলনরত (Student) পড়ুয়াদের সঙ্গে৷
আরও পড়ুন : ছপক বয়কটের ডাক, 'ভয় পাই না, দীপিকার জন্য গর্বিত'; JNU নিয়ে বিস্ফোরক অনুরাগ
দীপিকার ওই পদক্ষেপের পর সঙ্গে সঙ্গে তাঁকে সমর্থন জানাতে শুরু করে (Bollywood) বলিউডের একাংশ৷ দীপিকাকে সমর্থন করে নিজের ট্যুইটার হ্যান্ডেলের ছবি পালটে দেন চলচ্চিত্র পরিচালক (Anurag Kashyap) অনুরাগ কাশ্যপ৷ দীপিকার সমর্থনে সুর চড়ান তিনি এবংং স্পষ্ট জানিয়ে দেন, কাউকে ভয় পান না৷
I have been saying so. Women are stronger beings.
RESPECT @deepikapadukone— Anubhav Sinha (@anubhavsinha) January 7, 2020
Well let us be what we stand for !without comparisons ! That’s the victory ! N the only victory we seek , is that of a united country with love. Peace ! #JaiHind https://t.co/PwBelby5Zz
— Gauahar Khan (@GAUAHAR_KHAN) January 7, 2020
WHAT A STAR!! @deepikapadukone
— Kritika Kamra (@Kritika_Kamra) January 7, 2020
#Bollywood just got JNU-ised!!!!! :) #LongLiveJNU #JNUProtests pic.twitter.com/MXyLBBck67
— Swara Bhasker (@ReallySwara) January 7, 2020
@deepikapadukone https://t.co/ytFC6yRhOo
— Anurag Kashyap (@anuragkashyap72) January 7, 2020
অনুরাগ কাশ্যপের পাশাপাশি (Actor) অভিনেত্রী স্বরা ভাস্করও দীপিকার পাশে দাঁড়ান৷ শুধু তাই নয়, পুরুষের তুলনায় দীপিকা অনেক বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন স্বরা৷ অনুরাগ, (Swara Bhasker) স্বরার পাশাপাশি গওহর খান, কৃতিকা কর্মা, অনুভব সিনহারাও দীপিকার পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন জানান৷
এদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় দীপিকার সিনেমা ছপক বয়কটের ডাক দিতে শুরু করে বেশ কয়েকটি সংগঠন৷ যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য় করেননি বলিউডের 'মস্তানি'৷