নিজস্ব প্রতিবেদন : আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সানি লিওন। এরপর তাঁকে ভর্তি করা হয় উত্তরাখন্ডের কাশিপুরের একটি হাসপাতালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, স্প্লিস্টভিলা ১১-এর শুটিংয়ের সময় পেটে ব্যথা অনুভব করেন সানি লিওন। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরাখন্ডের কাশিপুরের হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, পাকস্থলিতে সংক্রমণের জন্যই আচমকা অসুস্থ হয়ে পড়েন সানি।


আরও পড়ুন : শিগগিরই মা হতে চান প্রিয়াঙ্কা


রিপোর্টে প্রকাশ, স্প্লিস্টভিলার শুটিংয়ের জন্য উত্তরাখন্ডের রামনগরে যান সানি লিওন, রণবিজয় সিং সহ প্রতিযোগিতার গোটা দল। সেখানেই শুটিংয়ের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন সানি।


এদিকে ‘ফাদার্স ডে’ উপলক্ষে সম্প্রতি মেয়ে নিশা এবং স্বামী ড্যানিয়েল ওয়েবার-এর সঙ্গে ছবি শেয়ার করেন সানি। মায়ের শরীরের উর্ধাংশ ঢেকে সেখানে বসে থাকে ছোট্ট নিশা। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। ফাদার্স ডে-তে সানি লিওন কীভাবে ওই ধরনের বিতর্কিত ছবি শেয়ার করলেন, তা নিয়ে উঠতে শুরু করে। যদিও, এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি বলিউড অভিনেত্রী।