নিজস্ব প্রতিবেদন: পুজোর আগে অপনিও কি অনলাইন কেনাকাটা করছেন? তাহলে সাবধান। আপনিও কিন্তু হতে পারেন প্রতারণার শিকার। আপনার অজান্তেই ফাঁস হয়ে যেতে পারে সমস্ত তথ্য। একথা বলছেন সাংসদ অভিনেতা দেব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু তাই নয়। বিপদ পড়তে পারেন অনলাইন ব্যাঙ্কিংয়ের কারণেও। সবসময় আপনার উপর নজরদারি চালানো হচ্ছে। সেটা কি জানেন? দেখুন সকলকে সাবধান করতে কী বলছেন সাংসদ অভিনেতা দেব। 


আরও পড়ুন-জনপ্রিয়তা তুঙ্গে, এবার বিজ্ঞাপনের মুখ হতে চলেছে তৈমুর?



পুজোতে সাইবার ক্রাইম নিয়েই মানুষকে পাঠ পড়াতে আসছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ছবি 'পাসওয়ার্ড'। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেব-রুক্মিণী, পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলিকে। ছবিরই প্রচারে এবং মানুষকে এধরনের অজানা অচেনা বিপদ থেকে সাবধান করতেই এই বিশেষ ভিডিয়ো শ্যুট করেছেন দেব। যা পোস্ট করেছেন ছবির প্রযোজক দেব নিজেই। 


প্রসঙ্গত ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পাসওয়ার্ড ছবির ট্রেলার। যা মন কেড়েছে সিনেমাপ্রেমীদের, সকলেই তাই ২ অক্টোবর ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন।। চলচ্চিত্র বিশেষজ্ঞদের কথায়, 'পাসওয়ার্ড'এর ট্রেলারে রয়েছে হলিউডের ছবির স্টাইল। শুধু তাই নয়, তাঁদের কথায়, সাইবার ক্রাইম নিয়ে বাংলায় প্রথমবার এধরনের ছবি হতে চলেছে। 


আরও পড়ুন-বাংলা সিনেমার পাশে মুখ্যমন্ত্রী, ধন্যবাদ জানিয়ে টুইট দেবের