The Kerala Story, Supreme Court, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'দ্য কেরালা স্টোরি' ছড়াতে পারে সাম্প্রদায়িক হিংসা তাই গত ৮ মে এই ছবি ব্যানের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ব্যানের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির পরিচালক সুদীপ্ত সেন ও প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ। এবার সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবার ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে দেখানো যাবে এই ছবি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি সুপ্রিম কোর্ট নোটিস পাঠায় রাজ্যকে। আদালত জানায়,  'একটি ছবি যখন সারা দেশে চলছে, তখন পশ্চিমবঙ্গও দেশের থেকে আলাদা নয়। তাহলে পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞার কী প্রয়োজন। মানুষ যদি ছবিটা পছন্দ না করেন, তা হলে দেখবেন না। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন'। তারই জবাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানায়, ছবিটি পক্ষপাতদুষ্ট। 'বিদ্বেষমূলক' ও 'বিকৃত তথ্য' থাকার কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে 'দ্য কেরালা স্টোরি'কে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের সেই নিষেধাজ্ঞা খারিজ করল শীর্ষ আদালত।


আরও পড়ুন- Amitabh Bachchan: ট্রোলড অমিতাভ! পাকিস্তানি বাচ্চার ভাইরাল ভিডিয়ো পোস্ট করে লিখলেন ‘ভারতের ভবিষ্যত’...


সারাদেশ জুড়ে এই ছবি দেখানো হয়েছে। কোথাও কোনও অশান্তি হচ্ছে না, তাহলে কোন অশান্তির কথা বলছে পশ্চিমবঙ্গ? সেই প্রশ্নই ওঠে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত, অপপ্রচার বন্ধ করতে কড়া অবস্থান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনেমা চলাকালীন রাজ্যে হিংসার ছড়াতে পারে, এমন অভিযোগ দায়ের হওয়ার পরই পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, 'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে।' 


পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে, 'রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ' দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি  নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।' 


আরও পড়ুন- Ritwick Chakraborty: চাকরি খুঁজছেন ঋত্বিক চক্রবর্তী, নেটপাড়ায় পোস্ট অভিনেতার


এরপরই সুপ্রিম কোর্টে যায় এই মামলা। এই মামলায় রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। এরপরেই রাজ্যের তরফে হলফনামায় জানানো হয়, এই ছবির একাধিক দৃশ্য একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে বলে জানিয়েছিল রাজ্য, যা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কারণ হতে পারে বলে দাবি মমতা সরকারের। সে কারণেই তারা নিষিদ্ধ করেন ছবিটি। তবে এবার সেই রায়ের বিরুদ্ধে মত দিল সুপ্রিমকোর্ট। বাংলা যুক্তি গ্রাহ্য নয়, বলেই দাবি সুপ্রিম কোর্টের । পাশাপাশি প্রযোজনা সংস্থাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, এই ছবিতে বিধিবদ্ধ সর্তকীকরণ হিসাবে লিখতে হবে, ‘এই ছবির গল্পের সঙ্গে বাস্তবের মিল নেই।’


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)